3:50 pm , January 24, 2025

লালমোহন প্রতিবেদক ॥ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভোলার লালমোহনে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ-আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিএনপি কার্যালয়ে দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ¦ সাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল্যাহ হাওলাদার, সোহেল আজীজ শাহীন, অধ্যক্ষ ফরিদ উদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব জাকির ইমরান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক রেজাউর রহমান শাহীন প্রমুখ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আউয়াল।