জেলা জাতীয়তাবাদী আইনজীবী সহকারী ফোরামের নতুন কমিটি গঠন জেলা জাতীয়তাবাদী আইনজীবী সহকারী ফোরামের নতুন কমিটি গঠন - ajkerparibartan.com
জেলা জাতীয়তাবাদী আইনজীবী সহকারী ফোরামের নতুন কমিটি গঠন

4:39 pm , January 22, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে জেলা জাতীয়তাবাদী আইনজীবী সহকারী ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোশাররফ হোসেন খান সভাপতি, নুরুজ্জামান হাওলাদার সাধারণ সম্পাদক এবং মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার জেলা আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এ কমিটি অনুমোদন করেন।
এছাড়া নওরোজ আলম ও আব্দুল আজিজকে সিনিয়র সহ-সভাপতি, সুলতান হোসেন,  আব্দুল মন্নান আকন, মোকাদ্দেস সরদার, আবুল কালাম আজাদ মোল্লা, ওবায়দুর রহমান বাদল, বাবুল হোসেন হাওলাদার, মাহাবুব আলম মিলন, নজরুল ইসলাম, নাজমুল হাসানকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন : মেহেদী হাসান স্বপন, মাইনুল হাসান ও জাকির হোসেন সহ-সাধারণ সম্পাদক, সিদ্দিকুর রহমান আকন, রফিকুল ইসলামকে সহ-সাংগঠনিক সম্পাদক, আসিফ হোসেনকে দপ্তর সম্পাদক, নুরুজ্জামান ধলুকে সহ দপ্তর সম্পাদক, কাইউম খানকে প্রচার সম্পাদক, নুরুল ইসলাম মিঠু ও হালিম হাওলাদারকে সহ-প্রচার সম্পাদক, ফয়জুল হক হাওলাদারকে অর্থ বিষয়ক সম্পাদক, মামুন ফকিরকে সহ-অর্থ বিষয়ক সম্পাদক, সোহেল সরদারকে আইন বিষয়ক সম্পাদক, আবুল কালাম আজাদ ও খোকন হাওলাদারকে সহ-আইন বিষয়ক, বেলাল হোসেন খানকে শিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT