বানারীপাড়ায় বিএনপি নেতা সবুরের বিরুদ্ধে অন্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ বানারীপাড়ায় বিএনপি নেতা সবুরের বিরুদ্ধে অন্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ - ajkerparibartan.com
বানারীপাড়ায় বিএনপি নেতা সবুরের বিরুদ্ধে অন্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ

4:35 pm , January 22, 2025

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সবুর খানের বিরুদ্ধে দত্তপাড়া গ্রামে বিচারাধীন ভোগ দখলীয় জমিতে রোপনকৃত কয়েক লাখ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।  এ ঘটনার প্রতিকার ও বিচার চেয়ে ওই জমির অংশিদার দীপক ভৌমিক ওরফে ও গিরিধারী ভৌমিক বরিশাল জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি স্বরাষ্ট্র উপদেষ্টা, বরিশাল রেঞ্জের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, সেনা ক্যাম্পের ইনচার্জ, জেলা পুলিশ সুপার ও বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ বরাবর দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, দীপক ভৌমিক, গিরিধারী ভৌমিক, ডা: উত্তম কুমার সাহা সহ অন্যান্য শরীকরা বংশ পরস্পরায় প্রায় ২৫০ বছর ধরে উক্ত জমিতে বসবাস করছেন। কিন্তু সামান্য ভুলের কারণে জমি ভিপি ‘ক’ তালিকাভুক্ত হয়। তারা এর বিরুদ্ধে বরিশাল জেলা জজ আদালতে মামলা করেন। উক্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গত ১৪ জানুয়ারি পার্শ্ববর্তী গরদ্দার গ্রামের সবুর খান ও তার ৩০/৪০ জনের একটি দল নিয়ে ওই সম্পত্তিতে থাকা পূর্ব পুরুষদের রোপনকৃত ৫০-৬০ বছরের পুরনো গাছ কাটতে যায়। বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের লোকজন এতে বাধা প্রদান করে। এ সময় সবুর মেম্বার ওই সম্পত্তি তার ছেলে মারুফ খানের নামে সরকারের কাছ থেকে লিজ নিয়েছেন বলে জানায়। এক একটি গাছের মূল্য প্রায় ৮০ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত রয়েছে বলে ভুক্তভোগীরা জানান। এ ঘটনায় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  বায়েজিদুর রহমানের কাছে প্রতিকার চাইলেও তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি।
৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর সবুর একের পর এক বিতর্কিত কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।  তার নেতৃত্বে বানারীপাড়া খেয়াঘাট দখলের অভিযোগ রয়েছে। এছাড়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা পর্যায়ের এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে অহেতুক মারধরের অভিযোগ রয়েছে। ওই নেতাকে মারধরের পর সবুরের বিরুদ্ধে বানারীপাড়ায় মানববন্ধনের আয়োজন করা হলে সেখানে সবুরের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় মানববন্ধনকারীরা ভয়ে বানারীপাড়া থানায় আশ্রয় নেয়।
সবুর খান রাতের আধারে বানারীপাড়া ফেরীঘাট সংলগ্ন এলাকায় বালু ভরাট করে প্রায় ৪৫ শতাংশ  সরকারি জমি দখল করে সেখানে নিজের নামে সাইনবোর্ড টাঙিয়ে দেয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর কঠোর নির্দেশনা থাকার পরেও সবুরের এমন বিতর্কিত কর্মকান্ড অব্যাহত আছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT