4:35 pm , January 22, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে নিখোঁজের ৩দিন পর রাব্বি হাওলাদার নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে রহমতপুর ইউনিয়নের পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্র রাব্বি হাওলাদার পূর্ব রহমতপুর গ্রামের বাচ্চু হাওলাদার ছেলে এবং মোহনগঞ্জ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলো। তার বড় ভাই সাব্বির হাওলাদার বরিশাল জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক। এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, গত ১৮ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে রাব্বি হাওলাদার বাসা থেকে বের হয়। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে ২১ জানুয়ারি এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি করে। এরপর বুধবার বিভিন্ন মাধ্যমে জানতে পারেন স্কুলছাত্র রাব্বি হাওলাদারের লাশ পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকায় পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন ওসি। তার ধারণা এটি পরিকল্পিত হত্যাকান্ড।
এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের স্বজন এবং বরিশাল জেলা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন।