4:34 pm , January 22, 2025

শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের ৩দিনের মাথায় রাকিব জমাদ্দার (২৩) নামে এক যুবক নিহেত হয়েছেন। মঙ্গলবার রাতে ঝাউতলা-ইকড়ি সড়কের নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে তার মৃত্যু হয় এবং মোটরসাইকেল আরোহী সুব্রত হালদার (২০) আহত হয়েছেন। নিহত রাকিব জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার ছোটশৌলা গ্রামের কবির জমাদ্দারের ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালাতো।
নিহতের বন্ধু সাইফ ইমন বলেন, রাকিব ও তাঁর বন্ধু সুব্রত ভান্ডারিয়ায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় ঝাউতলা-ইকড়ি সড়কের নির্মাণাধীন কালভার্ট এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। গত শনিবার রাকিবের বিয়ে হয়। বিয়ের ৩দিনের মাথায় লাশ হলেন রাকিবর।
মিরুখালী ইউনিয়ন পরিষদের সদস্য মনির হাওলাদার জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে একটি মোটরসাইকেল মঠবাড়িয়া-চরখালী সড়কের ইকড়ি-ঝাউতলা সড়কের মাঝামাঝি নির্মাণাধীন একটি কালভার্টের গর্তে পড়লে ঘটনাস্থলেই চালক মারা যায়। আমি সংবাদ পেয়ে পুলিশে খবর দেই। তবে পুলিশ আসার আগেই পরিবারের লোকজন এসে রাকিবের লাশ বাড়িতে নিয়ে যান। এছাড়া আহত সুব্রত হালদারকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ভান্ডারিয়া থানার সাব-ইন্সপেক্টর কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই সড়ক দুর্ঘটনায় নিহত রাকিবের লাশ তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়। এছাড়া স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের দাফন করা হয়েছে।