4:32 pm , January 22, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, ‘স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি।’
গতকাল বুধবার দুপুরে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে বরিশাল জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি এ কথা বলেন। জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে তাঁদের কমিশন প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘এত দিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনীহা ছিল, গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সে জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটি সঠিক, সুন্দর এবং মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’ ইসি মাছউদ বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যাঁরা তথ্য সংগ্রহ করছেন, তাঁদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, তাতে মানুষ তাঁদের সেবা নিতে পারছেন না। তাই এ বিষয়ে সবার সহযোগিতা দরকার। এ সময় ইসি মাছউদ ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্যসহায়তা দেওয়ার জন্য আহ্বান জানান।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিচুর রহমান। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামানসহ বরিশালের বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।