3:03 pm , January 22, 2025

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলার বিচার চেয়ে শিক্ষার্থীরা মানববন্ধন ও ক্লাসবর্জন কর্মসূচি পালন করেছে। বুধবার দুপুরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শাওন হাওলাদার, লিংকন, সুমি, ইব্রাহিম, ১০ম শ্রেণির মুশকান, ৮ম শ্রেণির আনিকা, শহিদুল ইসলাম ও অভিভাবক শহিদুল ইসলাম, কামরুন্নাহার, শায়লা নুসরাত প্রমুখ।
বক্তারা বলেন, নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেনের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। প্রধান শিক্ষককে স্ব-সম্মানে ফিরিয়ে না দেয়া পর্যন্ত অবিরাম ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হবে। তারা আরো বলেন, প্রধান শিক্ষক একজন ভালো মানুষ। তাকে নিয়ে ষড়যন্ত্র চলছে।
সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, স্কুলে ভাংচুর ও প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনার বিচার চেয়ে শিক্ষার্থীরা মানববন্ধন ও ক্লাস বর্জন করেছে।
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মানিক বিশ্বাস বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা রকম অভিযোগ রয়েছে। তিনি গোপনে আওয়ামীলীগের লোকজন নিয়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনয়নের কার্যক্রম সম্পন্ন করার পায়তারা চালাচ্ছিলেন। আমরা এ ঘটনার প্রেক্ষিতে এলাকার লোকজন নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছিলাম। বিএনপির নেতাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।