সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি শাওনের অডিও ভাইরাল নিয়ে সরব বিএনপি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি শাওনের অডিও ভাইরাল নিয়ে সরব বিএনপি - ajkerparibartan.com
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি শাওনের অডিও ভাইরাল নিয়ে সরব বিএনপি

3:01 pm , January 22, 2025

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের দুর্ঘটনা নিয়ে সাবেক এমপি শাওন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভাইরাল অডিও ক্লিপ নিয়ে সরব হয়েছে বিএনপি। অডিও ক্লিপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোলা-৩ আসনের সাবেক এমপি নূরুন্নবী চৌধুরী শাওন কে বলতে শোনা যায় ‘লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের পূর্ব চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবেক ছাত্রলীগ নেতা মাহাবুব আলমকে পিটিয়ে মাথা থেতলে দিয়েছে বিএনপি। ওই শিক্ষককে সাবেক এমপি শাওন চিকিৎসা করাচ্ছেন বলেও অডিওতে বলতে শোনা যায়। এই অডিওর পর লালমোহনে বিএনপি ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আপত্তি জানিয়ে বুধবার পৃথক সংবাদ সম্মেলন করা হয়। এমনকি আহত শিক্ষক মাহবুবের পরিবার থেকেও আপত্তি জানানো হয়েছে।
গত ১৬ জানুয়ারি রাতে সহকারী শিক্ষক মাহবুব আলম লালমোহন কালমা ইউনিয়নের নিজ এলাকায় সড়কে দুর্ঘটনার শিকার হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা নিয়ে একটি হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়। শিক্ষকরা মাহবুব আলমের চিকিৎসার জন্য এগিয়ে এসে ফান্ড গঠন করা শুরু করলে ভোলা-৩ আসনের সাবেক এমপি নূরুন্নবী চৌধুরী শাওন হঠাৎ করে মঙ্গলবার ওই শিক্ষককে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে বিতর্ক সৃষ্টি করেন বলে সংবাদ সম্মেলনে বলা হয়। বুধবার বিকেলে ৪টায় প্রাথমিক শিক্ষক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম খোকন লিখিত বক্তব্য রাখেন। এসময় শিক্ষক সমিতির সহসভাপতি হারুন অর রশীদ, যুগ্ম সম্পাদক একেএম আইউব খান, সাংগঠনিক সম্পাদক শাজাহানসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কালমা ইউনিয়ন বিএনপি। এসময় সাবেক এমপি শাওনের অডিও ক্লিপের বক্তব্যকে প্রত্যাখ্যান করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল আজীজ শাহীন, কালমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন হাওলাদার। তারা বলেন, রাস্তায় যানবাহনের সাথে দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষক মাহাবুব আলমের পরিবারের পক্ষ থেকে তার শ্যালক সুমন অডিও ক্লিপের বক্তব্যকে মিথ্যাচার বলে পোষ্ট দিয়েছেন। আহত শিক্ষক মাহাবুব আলম রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছেন। আইসিইউতে ভর্তি থাকায় তার চিকিৎসার সমস্ত খরচ পারিবারিকভাবে বহন করা হচ্ছে। সাবেক সাংসদ শাওন কর্তৃক শিক্ষক মাহাবুবের চিকিৎসা করানোর দাবী সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই ঘটনা হীন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। ছাত্র জনতার গণ-অভভ্যুত্থানে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নানা অপকর্মে ঘৃণিত সাবেক সংসদ সদস্য শাওন এ দুর্ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার জন্য ‘বিএনপির কর্মীরা মাহাবুরের উপর হামলা করে আহত করেছে বলে প্রচার করার অপচেষ্টা করে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক সাদেক মিয়া ঝান্টু, সদস্য সচিব জাকির ইমরান, কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বাহাদুর।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT