ইসলামী আন্দোলনের জেলা কমিটি গঠন ইসলামী আন্দোলনের জেলা কমিটি গঠন - ajkerparibartan.com
ইসলামী আন্দোলনের জেলা কমিটি গঠন

3:01 pm , January 22, 2025

সভাপতি সিরাজুল ॥ সম্পাদক কাওছার
নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল বুধবার সকাল ১০টায় ইসলামী  আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর একটি অডিটোরিয়ামে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের। সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।
শুরা অধিবেশনে প্রধান অতিথি গাজী আতাউর রহমান বলেন, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ বহু আন্দোলনর ও সংগ্রামের ফসল। বাংলাদেশের মানুষ স্বাধীনতার আগে ও পরে তাদের অধিকার আদায় ও সাম্য প্রতিষ্ঠার জন্য বারবার রক্ত দিয়েছে । কিন্তু তাদের কাঙ্খিত লক্ষ্য  কখনো পূরণ হয়নি। জাতি এগুলো আর মেনে নিতে চায় না।
চোখে চোখ রেখে কথা হবে, কোন নতজানু পররাষ্ট্র নীতি মেনে নেওয়া হবে না।
শুরা অধিবেশনে আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মামুন অর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকিম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম, জেলার সহ-সভাপতি শেখ শামসুল  মিলন, আব্দুল মালেক কাফরা, ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল বার সভাপতি  শেখ আব্দুল্লাহ নাসির, ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল জেলা সভাপতি নাসির উদ্দিন রোকন ডাকুয়া, ইসলামী  যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা সানাউল্লাহ, ইশা ছাত্র আন্দোলন বরিশাল জেলা সভাপতি এম এম সালাউদ্দিন।
আধিবেশন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন  উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সহ-সভাপতি শেখ শামসুল আলম মিলন, সেক্রেটারি মাওলানা কাওছারুল ইসলাম

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT