ভারতকে এক ইঞ্চি জমিও ছাড় দিব না : আলম ভারতকে এক ইঞ্চি জমিও ছাড় দিব না : আলম - ajkerparibartan.com
ভারতকে এক ইঞ্চি জমিও ছাড় দিব না : আলম

3:00 pm , January 22, 2025

ভোলা প্রতিবেদক ॥ সাবেক এমপি নাজিম উদ্দীন আলম বলেছেন, আমরা ভারতকে এক ইঞ্চি জমিও ছাড় দিব না। দেশের মানুষের নিরাপত্তা,স্বাধীনতা নিশ্চিত, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সমাজে ন্যায় বিচার, আইনের শাসন কায়েম করবো।
গতকাল বুধবার বিকালে ভোলার চরফ্যাশন উপজেলা শহরের সদর রোডে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম এর সভাপতিত্বের সমাবেশে নাজিম উদ্দিন আলম এমপি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ভারতকে যা দিয়েছে তা ভারত কোন দিন ভুলবে না,এমন মন্তব্য করেছিলেন পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দ্যেশ্য করে বলেন, আমার বিশ্বাস দ্রুত এই সরকার নির্বাচিত সরকার এর কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সমাবেশে সাবেক এমপি আলম সাবেক এমপি জ্যাকবকে উদ্দেশ্য করে বলেন,আমি কোন কমিশন বানিজ্য করিনি, কারো জমি দখল করিনি। আমার কোন ভাগিনা-ভাতিজা কিংবা কোন স্বজন সাধারন মানুষের উপর অত্যাচার নির্যাতন করেনি। ৩৩টি বছর আপনাদের সেবক হিসেবে কাজ করেছি। যারা আওয়ামী লীগের সাথে আপোষ করে ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে তাদেরকে আপনারা প্রতিহত করবেন।
দীর্ঘ প্রায় ১৫বছর পর বিশাল শো-ডাউন করেন সাবেম এমপি নাজিম উদ্দিন আলম। উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার বিএনপির নেতাকর্মী সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আব্দুল মতিন,বিগ্রেডিয়ার জেনারেল ডাক্তার হুমায়ুন কবির, বিএনপি নেতা আব্দুস সাত্তার,মোতাহার হোসেন, আলমগীর মালতিয়ার, মীর শাহাদাত হোসেন সায়েদ ও আশরাফুর রহমান দিপু ফরাজী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT