আমরা সুরের পাগল না হয়ে, আমলের পাগল হই -ছারছীনার পীর আমরা সুরের পাগল না হয়ে, আমলের পাগল হই -ছারছীনার পীর - ajkerparibartan.com
আমরা সুরের পাগল না হয়ে, আমলের পাগল হই -ছারছীনার পীর

4:19 pm , January 21, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- বর্তমানে সমাজে ওয়াজ-নসীহত ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সে হারে সমাজের তেমন কোন পরিবর্তন হচ্ছে না। ওয়াজ-নসীহতের আয়োজন করা হয় এজন্য যাতে করে বিভিন্ন বয়সের মানুষ তা শুনে তদানুযায়ী আমল করতে পারে। যাতে গোটা সমাজ আস্তে আস্তে পরিবর্তন হতে পারে এবং সমাজেকোন অপরাধ প্রবনতা, হারাম কাজ, অশ্লীলতা-বেহায়াপনা, মদ-জুয়া, বেয়াদবী ইত্যাদি হ্রাস পায়। অথচ ওয়াজের ময়দানে আজ বেশীরভাগ দেখা যাচ্ছে রঙ্গমঞ্চ তথা হাসি-তামাশার স্থান। আবার সুর দিয়ে শ্রোতাদের মন জয় করে, কিন্তু সেখানে আমলের কোন আলোচনা নাই। তাই আমরা সুরের পাগল না হয়ে, আমলের পাগল হই। তাহলেই আমাদের জীবন সফল ও সার্থক হবে ইনশাআল্লাহ।
গত ২০ জানুয়ারী রাতে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলাধীন বানারীপাড়া হাইস্কুল মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন সালেহী।
পরিশেষে হযরত পীর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT