সমাবেশে ছিলো শান্তি ও শৃঙ্খলার এক মিলন মেলা সমাবেশে ছিলো শান্তি ও শৃঙ্খলার এক মিলন মেলা - ajkerparibartan.com
সমাবেশে ছিলো শান্তি ও শৃঙ্খলার এক মিলন মেলা

4:19 pm , January 21, 2025

বিশেষ প্রতিবেদক ॥ শীতের কুয়াশা নয় মানুষ গতকাল খালিচোখে দেখেছে মানুষের ধোঁয়াশা। খালি চোখ কিংবা পুরু লেন্সের চশমা কোনটাতেই যে সমাবেশের শেষ দেখা যায়নি। বিশেষ করে সমাবেশ স্থলের চেয়ে রাস্তায় ইলেকট্রনিক ডিসপ্লেতে বেশি মানুষ কর্মী সমাবেশ দেখেছে। সবার লক্ষ্য ছিলো জামায়াতের আমির নিপুন রাজনৈতিক কারিগর শফিকুর রহমানকে এক পলক দেখা, তার কথা শোনাই ছিলো মূল্য উদ্দেশ্যে। কথাছিলো বেলা তিনটায় তিনি সমাবেশস্থলে আসবেন। ঘড়ির কাটা বেলা তিনটার উপর দাঁড়াতেই এক সেকেন্ডেরও বিলম্ব না ঘটিয়ে হাজির হন আমির ডা: শফিকুর রহমান। বেলা ৩ টা ৩৫ মিনিটে শুরু করেন বক্তৃতা, শেষ করেন ২৫ মিনিট পর বেলা ৪টায়। ৪টা ৯ মিনিটে জনসমুদ্রে আল্লাহু আকবর ধ্বনির মধ্য দিয়ে সমাবেশস্থল ত্যাগ করেন। তার এই পুরো একঘন্টার উপস্থিতিতে টালমাটাল ছিলো বরিশাল। বিশাল এ আয়োজনের দৃশ্যপট দেখে অনেকটাই আবেগ আপ্লুত হয়ে যান জামায়াত আমীর। যাবার বেলায় তাই গাড়ির ছাদ খুলে আগত আপামর জনতাকে হাত তুলে সম্মান জানান।
স্থান স্বল্প থাকায় সমাবেশস্থল সকাল ১১ টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বাকি থাকে বাইরের জায়গা। সেখানে ১১ টি ডিসপ্লেবোর্ডের মাধ্যমে বক্তৃতা দেখেন কয়েক হাজার মানুষ। এর পর দূর দূরান্ত পর্যন্ত মাইক দেওয়ায় রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা শুনেছেন আরো কয়েক হাজার মানুষ। এই সমাবেশের সবচেয়ে বড় দেখার বিষয় ছিলো নিজস্ব স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন। এরা কাউকে ছাড় দেয়নি এবং কাউকে অসম্মান করেনি।
এদিকে বেলা ১টার পর থেকে বরিশাল নগরী মিছিলের নগরীতে পরিনত হয়। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ি সমাবেশে আসা-যাওয়ার পথে কোথাও কোন অঘটন ঘটেনি। সর্বোপরি গতকালের সমাবেশে ছিলো শান্তি ও শৃঙ্খলার এক মিলন মেলা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT