ভান্ডারিয়ার বিএনপি নেতা হেমায়েত উদ্দিন রুস্তুম মিয়ার ইন্তেকাল ভান্ডারিয়ার বিএনপি নেতা হেমায়েত উদ্দিন রুস্তুম মিয়ার ইন্তেকাল - ajkerparibartan.com
ভান্ডারিয়ার বিএনপি নেতা হেমায়েত উদ্দিন রুস্তুম মিয়ার ইন্তেকাল

4:18 pm , January 21, 2025

জেপি চেয়ারম্যানের শোক প্রকাশ
ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হেমায়েত উদ্দিন রুস্তুম মিয়া (৮৫) গতকাল মঙ্গলবার বাদ আছর বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, ভান্ডারিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, ভান্ডারিয়া সরকারি কলেজ, ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ, বন্দর সরকারি বালিকা বিদ্যালয়, বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ মেয়ে, নাতি-নাতনি ও চার ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাবেক মন্ত্রী, জাতীয় পার্টিÑজেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাক ও পাক্ষীক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।
এ ছাড়াও শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, জাতীয় পার্টিÑ জেপির ভান্ডারিয়া উপজেলা সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার,ভা-ারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা মাহমুদ হোসেন, জাতীয় পার্টিÑ জেপির ভা-ারিয়া উপজেলা কার্যনির্বাহী সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান  মাহিবুল হোসেন মাহিম, সিনিয়র সহসভাপতি এবং সাবেক সদর ইউনিয়ন চেয়ারম্যান  গোলাম সরোয়ার জোমাদ্দার, সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জাতীয় পার্টিÑ জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী এবং সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ভা-ারিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হক সেলিম জোমাদ্দারসহ বিশিষ্টজনরা।
মরহুমের চার ভাইয়ের মধ্যে তমিজ উদ্দিন কাজল মিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর, জামাল উদ্দিন স্বপন মিয়া জাতীয় পার্টিÑ জেপি পৌর কমিটির সভাপতি, মহসিন মিয়া শাহীন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি এবং সোহাগ মিয়া বিশিষ্ট ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার রাত দশটায় নিজ বাড়ি (মিয়া বাড়ি) ঈদগা মাঠে জানাজা নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT