4:15 pm , January 21, 2025

মো: জিয়াউদ্দিন বাবু ॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেবে না বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। বরিশাল জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি ও সাধারন সম্পাদকসহ সিনিয়র আইনজীবীদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ১৩ ফেব্রুয়ারী জেলা আইনজীবী সমিতির নির্বাচন। এ জন্য গত ১৩ জানুয়ারী তফশিল ঘোষনা করেন নির্বাচন কমিশনের আহবায়ক মোখলেছুর রহমান বাচ্চু।
নির্বাচন ও সকল অনুষ্ঠান বর্জন করে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘প্রায় পৌনে দুশ বছরের ঐতিহ্যবাহী বরিশাল জেলা আইনজীবী সমিতি গণতান্ত্রিক পদ্ধতিতে সদস্যদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয়ে আসছিল। এমনকি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ও আইনজীবী সমিতি গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়। কিন্তু গণতান্ত্রিকভাবে অনুষ্ঠিত নির্বাচনকে মৌখিকভাবে অবৈধ আখ্যায়িত করে গত ২ জানুয়ারী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পরাজিত সভাপতি প্রার্থী সাদিকুর রহমান লিংকন ও সাধারণ সম্পাদক প্রার্থী মীর্জা রিয়াজ হোসেন সহ অন্যান্যরা জোর পূর্বক সমিতির অফিস দখল করেছেন। নির্বাচিত কমিটি ও নির্বাচন কমিশন সমিতির কার্যক্রম যেন পরিচালনা করতে পারে তার পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানানো হয়। নতুবা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বরিশাল জেলা শাখার সদস্যরা বাধ্য হয়ে বর্তমান অবৈধ কমিটি ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশ না নেওয়া এবং বর্তমান অবৈধ কমিটি কর্তৃক যদি বার্ষিক ভোজ, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, পিকনিক সহ অন্য যেকোন ধরণের অনুষ্ঠানের আয়োজন করে তা বর্জন করবে।
সভায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. দিলীপ কুমার ঘোষ, শেখ আব্দুল কাদের, মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, কেবিএস আহম্মেদ কবির, আনিছ উদ্দিন আহম্মেদ সহিদ, মজিবর রহমান, সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু, আফজালুল করিম, সৈয়দ গোলাম মাসউদ বাবলু, লস্কর নুরুল হক, ফয়জুল হক ফয়েজ, গোলাম কবির বাদল, সিনিয়র আইনজীবী আব্দুল হাই মাহাবুব, সুভাষ চন্দ্র শীল, সাইফুল আলম গিয়াস, সাবেক সম্পাদক মুনসুর আহম্মেদ, কাজী মুনিরুল হাসান, ফিরোজ মাহামুদ খান, কাইয়ুম খান কায়সার, রফিকুল ইসলাম খোকন, দেলোয়ার হোসেন মুন্সী, খান মোহাম্মদ মোর্শেদ প্রমুখ।