4:11 pm , January 21, 2025

বাউফল প্রতিবেদক ॥ বাউফলে ২১০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এরা হলো : নেছার উদ্দিন, তার স্ত্রী সুমনা ও ছেলে শাওন উদ্দিন। সোমবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির মৃত দলিল উদ্দিন চৌকিদারের ছেলে নেসার উদ্দিন চৌকিদার একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করতেন। ২০১৭ সালের দিকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়ে মাদক ব্যবসা শুরু করেন। কয়েক বছরের ব্যবধানে পাল্টে যায় তার আর্থিক অবস্থা। গ্রামে নির্মাণ করেন দৃষ্টিনন্দন বাড়ী। এক সময়ের ব্যাংকের নিরাপত্তা প্রহরী নেছার উদ্দিনের অর্থের উৎস নিয়ে এলাকাবাসীর মাঝে আলোচনা সমালোচনা শুরু হয়। পরে জানতে পারেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ার কথা। তিনি একা নন, স্ত্রী সুমনা ইসলাম ও ছেলে শাওনকেও নিয়োজিত করেন তার ব্যবসায়। প্রায় ৮ বছর ধরে স্থানীয় প্রভাবশালী ও পুলিশকে ম্যানেজ করে ব্যবসা চালিয়ে আসছিলেন।
বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, ‘মাদকসহ ৩ জনকে আটক করা হয়েছে।