ঠেলার নাম বাবাজি! ঠেলার নাম বাবাজি! - ajkerparibartan.com
ঠেলার নাম বাবাজি!

4:06 pm , January 21, 2025

বিশেষ প্রতিবেদক ॥ জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান গতকাল সকালে দলের ১২শ মহিলা কর্মীদের সাথে বরিশাল শিল্পকলা একাডেমিতে বৈঠক করেন। স্মরণকালের ব্যাতিক্রমধর্মী এই আয়োজনে মঞ্চে উপবিষ্ট আমিরসহ অন্য নেতৃবৃন্দ আর উপস্থিত নারীদের মাঝে ছিলো কালো পর্দা। কেউ কারো মুখ দেখতে পারেননি। নারীরা সবাই ছিলেন বোরকা ও হেজাবে আবৃত। এরা প্রায় সবাই ছিলেন শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত।  এই আয়োজনের স্বেচ্ছাসেবীরাও ছিলেন নারী। শিল্পকলার গেইট থেকে শুরু করে আয়োজনের কোথাও ছিলোনা দলটির কোন পুরুষ কর্মী। এসময় শৃঙ্খলার দায়িত্ব পালন করেন নারী পুলিশরা। এক পর্যায়ে তারাও হেজাব ও কালো মাক্সে আবৃত হয়ে যান। পুলিশের এমন সাজ দেখে বাইরের পথচারীদের মন্তব্য ছিলো, ঠেলার নাম বাবাজি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT