মুলাদীতে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় কলেজছাত্রকে হত্যাচেষ্টা ॥ গ্রেপ্তার ১ মুলাদীতে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় কলেজছাত্রকে হত্যাচেষ্টা ॥ গ্রেপ্তার ১ - ajkerparibartan.com
মুলাদীতে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় কলেজছাত্রকে হত্যাচেষ্টা ॥ গ্রেপ্তার ১

4:17 pm , January 20, 2025

মুলাদী  প্রতিবেদক ॥ মুলাদীতে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় কলেজছাত্রকে হত্যাচেষ্টা করার অভিযোগ উঠেছে। গত রোববার দিবাগত রাত ১টার দিকে পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের তেরচর এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার ইউনুস সরদারের ছেলে নসু সরদার ও তার লোকজন হামলা চালিয়ে সেন্টু হাওলাদারের ছেলে মিরাজ হোসেনকে হত্যাচেষ্টা করে। মিরাজ মুলাদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র এবং রোভার স্কাউটের দলনেতা।  এসময় মিরাজকে রক্ষা করতে গিয়ে তার খালা-খালুসহ আরও ৩জন আহত হয়েছেন। এঘটনায় থানা পুলিশ রাতেই নসু সরদারকে গ্রেপ্তার করেছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিরাজ হোসেন বলেন, নসু সরদার ও তার লোকজন এলাকায় মাদক ব্যবসা করেন। কয়েকদিন আগে স্থানীয় যুবকদের নিয়ে তাদের মাদক ব্যবসা বন্ধের অনুরোধ করলে তারা ক্ষিপ্ত হয় এবং দেখে নেওয়ার হুমকি দেয়। গত রোববার রাত ১টার দিকে নসু সরদার, রাসেল সরদার, নয়ন বেপারীসহ ৮-১০জন মিরাজের বাসার সামনে হৈ চৈ শুরু করেন। ওই সময় মিরাজ বাইরে বেরিয়ে তাদের হৈ চৈ বন্ধ করে বাসায় ফেরার অনুরোধ করেন। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে একপর্যায়ে মিরাজের ওপর হামলা করে নসু সরদারের লোকজন।
হামলাকারীরা মিরাজকে কুপিয়ে আহত করে। তার ডাকচিৎকারে খালা তাসলিসা, খালু কবির হোসেন, প্রতিবেশি আব্দুল মান্নান রক্ষা করতে গেলে তাদেরকে পিটিয়ে আহত করেন নসুর লোকজন। পরে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দিলে মুলাদী থানার ওসি জহিরুল আলমের নেতৃত্বে একদল পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। অন্যরা পালিয়ে গেলেও পুলিশ নসু সরদারকে গ্রেপ্তার করে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে একজনকে গ্রেপ্তার করেছে। এঘটনায় ১০জনকে আসামি করে একটি মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT