মেডিকেলে চান্স পেলো লালমোহনের ফৌজিয়া ও বাবর মেডিকেলে চান্স পেলো লালমোহনের ফৌজিয়া ও বাবর - ajkerparibartan.com
মেডিকেলে চান্স পেলো লালমোহনের ফৌজিয়া ও বাবর

4:11 pm , January 20, 2025

মোঃ জসিম জনি, লালমোহন প্রতিবেদক ॥ লালমোহন থেকে এবছর সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ২ প্রধান শিক্ষকের সন্তান সাফল্য অর্জন করেছে। একজন ধলীগৌরনগর (চতলা ভোট মডেল) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুন অর রশিদ এর কন্যা ফৌজিয়া আফরিন এবং অপরজন উত্তর রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন এর ছেলে জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
প্রধান শিক্ষক মামুন অর রশিদ এর কন্যা ফৌজিয়া আফরিন চতলা মোহাম্মদীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ এবং লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। সে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছে। অপরদিকে প্রধান শিক্ষক কামাল উদ্দিন এর ছেলে জহির উদ্দিন মোহাম্মদ বাবর লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা থেকে ৮ম শ্রেণি পাশ করে তামিরুল মিল্লাত টঙ্গী শাখা থেকে দাখিল ও আলিমে জিপিএ-৫ পায়। সে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT