জমজমাট বিসিক উদ্যোক্তা মেলা জমজমাট বিসিক উদ্যোক্তা মেলা - ajkerparibartan.com
জমজমাট বিসিক উদ্যোক্তা মেলা

4:10 pm , January 20, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বেলস পার্কে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে চলছে বিসিক উদ্যোক্তা মেলা। গত শুক্রবার উদ্বোধনের পর থেকে নগরীর সব শ্রেনির দর্শনার্থী ও ক্রেতাদের ভীরে মেলার প্রতিটি স্টলে তিল ধরার ঠাই নেই। বিসিক এর আয়োজনে ও জেলা প্রসাশনের সহায়তায় এবারের মেলায় নগরী সহ দেশের বিভিন্ন স্থানের মোট ৯১ টি স্টল অংশ নিয়েছে। মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন ধরনের পন্য প্রধান আকর্ষন হিসেবে রয়েছে। এছাড়াও নগরীর সনামধন্য পোষাক-পরিচ্ছদ, তৈজসপত্র, হস্তশিল্পের সামগ্রী, ঘরোয়া বিভিন্ন ধরনের খাবারের দোকানের সমাহার এবারের বিসিক উদ্যোক্তা মেলায়। আগামী ২৬ জানুয়ারী পর্যন্ত চলবে ১০ দিন ব্যাপী এই মেলা চলবে বলে জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ।
গতকাল সোমবার বিকেলে সরজমিনে দেখা গেছে মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের ভীড়ে তিল ধারণের ঠাই নেই। প্রতিটি স্টলেই রয়েছে ক্রেতাদের পদচারনা। মেলায় বিভিন্ন ধরনের ঘরোয়া খাবার, বরিশালের ঐতিহ্যবাহী পিঠা-পুলি, দেশি বিদেশি কেক, হরেক রকম পানীয়, নারীদের ও শিশুদের পোষাক, পুরুষদের পাঞ্জাবি, ঘর সাজানোর নানা ধরনের উপকরন সহ হরেক রকমের পন্যের সমাহার দেখা গেছে। মেলার অর্ধেকের বেশি স্টলগুলো পরিচালনায় দেখা গেছে নারী উদ্যোক্তাদের। উদ্বোধনের দিন থেকেই এবারের মেলা জমে উঠেছে। সোমবার চতুর্থ দিনে বেচাকেনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বিক্রেতারা। অন্যদিকে সকাল থেকে রাত পর্যন্ত মেলায় দেখা গেছে সব ধরনের ক্রেতাদের। তবে নারী ক্রেতাদের ভীর ছিল চোখে পরার মতন। মেলার প্রবেশমুখে নানা ধরনের খেলনার আয়োজন উপভোগ করতে দেখা গেছে দর্শনার্থীদের।
মেলায় পরিবার নিয়ে ঘুরতে আসা নারী ক্রেতা আছিয়া খাতুন বলেন, উদ্বোধনের দিন এসেছিলেন। সোমবার পরিবার নিয়ে আবারো এসেছেন। এবারের মেলার আয়োজন গতবারের তুলনায় বেশ জমজমাট। নারী উদ্যোক্তাদের হরেক রকমের পন্য মেলার প্রধান আকর্ষন। এধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি। পরিবার নিয়ে বিনোদন ও কেনাকাটা করার জন্য দারুন আয়োজন এই মেলা।
মেলায় ৬৬ নং স্টলের উদ্যোক্তা নাজমা পারভীন শিমু বলেন, শুরুর দিন থেকেই মেলায় দর্শনার্থীদের আগমন হচ্ছে ভালোই। প্রথম দুদিন বেশিরভাগ ঘুরতে আসলেও এখন তারা কেনাকাটা করছেন। এবারের মেলার আয়োজনে ক্রেতা-বিক্রেতা সকলেই সন্তুষ্ট। বেশিরভাগ নারী ক্রেতারাই কেনাকাটা করছেন মেলায়।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে নগরীর বেলসপার্কে বিসিক আয়োজিত মেলার উদ্বোধন করেন বরিশাল-খুলনা বিসিক এর আঞ্চলিক পরিচালক মনসুরুল করিম। বিসিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ। এ সময়ে উপস্থিত ছিলেন যুব উন্নয়নের পরিচালক শামীম চৌধুরী সহ প্রশাসনের কর্মকর্তারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT