জামায়াতের আমীরের বরিশাল আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াতের আমীরের বরিশাল আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় - ajkerparibartan.com
জামায়াতের আমীরের বরিশাল আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

3:29 pm , January 19, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ জামায়াতের আমীর ডা: শফিকুর রহমানের বরিশাল আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার নগরীর সদর রোডের হোটেল কিংফিশারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দীন মু. বাবর বলেন, আমাগী ২১ জানুয়ারি নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  জামায়াতে ইসলামীর আমীর। ওই দিন সকাল ৯টায় বরিশাল শিল্পকলা একাডেমীতে মহিলাদারে সাথে সভা হবে। দুপুরের পর তিনি যোগদান করবেন কর্মী সম্মেলনে। তিনি বলেন, জামায়াত একটি মজলুম সংগঠন। জামায়াতকে নানা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। শীর্ষ ৫ নেতাকে জুডিশিয়াল ক্লিন করা হয়েছে। জামায়াতের নিবন্ধন বাতিল এবং সবশেষ ফ্যাসিস্ট সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল। এমনকি জানাজা নামাজে গেলেও গ্রেপ্তার করা হয়েছে। নানাভাবে বঞ্চনার শিকার হয়েছে জামায়াতের কর্মীরা। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আমরা এক নতুন বিজয়ের স্বাদ পেয়েছি। তাই জামায়াত সম্পর্কে মানুষের মধ্যে  যে ধারণা তা পরিষ্কার করতেই কর্মী সম্মেলন হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে কর্মীদের বক্তব্য জাতির কাছে তুলে ধরতে চাই।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগরীর সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক, বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ সাইফুল ইসলাম, মহানগর শুরা সদস্য মোয়াজ্জেম হোসেন হাওলাদার। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অরুপ তালুকদার, মুরাদ আহমেদ, হুমায়ুন কবির, কাজী মিরাজ, ফেরদাউস সোহাগ, কাওসার হোসেন, কাওসার হোসেন রানা, অপূর্ব অপু প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT