৩০ বছর পর বরিশালে জামায়াতের মেগা শোডাউন হবে আগামীকাল ৩০ বছর পর বরিশালে জামায়াতের মেগা শোডাউন হবে আগামীকাল - ajkerparibartan.com
৩০ বছর পর বরিশালে জামায়াতের মেগা শোডাউন হবে আগামীকাল

3:28 pm , January 19, 2025

বিশেষ প্রতিনিধি ॥ ১৯৯৪ সালের মে মাসের সম্ভবত ১৬ তারিখ বরিশাল বেলস পার্ক ময়দানে লক্ষ নেতাকর্মীর সর্ববৃহৎ সমাবেশ করেছিলো জামায়াতে ইসলামী বাংলাদেশ। তখন সে সমাবেশ প্রধান অতিথি ছিলেন জামায়াতের তৎকালীন আমীর ইসলামী চিন্তাবিদ অধ্যাপক গোলাম আযম। এর ৩০ বছর ৮ মাস পর আগামীকাল মঙ্গলবার বরিশাল হেমায়েত উদ্দীন ঈদ গা ময়দানে মেগা সমাবেশ করবে দলটি। আর এবারে এ সমাবেশে প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন বর্তমান রাজনৌতিক পরিমন্ডলের অন্যতম ক্রেজ জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান। বরিশালে এক জেনারেশন পর এবারে সাংগঠনিকভাবে ঘুরে দাড়িয়েছে জামায়াত। ধারনা করা হচ্ছে যে কাল বরিশালে স্মরণকালের সর্ববৃহৎ ভোটার সমাবেশ ঘটানো হবে। সব সময়ের মতো এবারেও সর্বোচ্চ শৃংখলার উপর গুরুত্ব দেয়া হয়েছে। বরিশাল মেট্রো ট্রাফিক পুলিশের নেতৃত্ব যানবাহনের শৃংখলার ব্যবস্থা করা হয়েছে। এবারে শুধু জামায়াত নেতা কর্মি নয়, ডা: শফিকুর রহমানের বক্তৃতা শুনতে এবারে সব বয়সি সাধারন মানুষের ভীড় হবে বেশি। ৫ আগস্টের পর এ পর্যন্ত ডা: শফিকুর তার প্রতিটি বলনে সর্বোচ্চ মেধা ও মননের পরিচয় দিয়েছেন। দল পরিচালনায় কঠোরতা রেখে কোথাও সামান্যতম অভিযোগ সৃস্টি হতে দেননি। দলের কোন কর্মির নামে দখল চাদাবাজির অভিযোগ হতে দেননি। শক্তি ও সামর্থের সমন্বয় ঘটিয়েছেন তিনি। আর তাই ৩০ বছর পর দেশের এই বৈপ্লবিক পরিবর্তনের পর আয়োজিত এই কর্মী সমাবেশকে দেখা হচ্ছে মেগা সমাবেশ হিসেবে। কাল বরিশাল বিভাগের প্রতিটি আনাচে কানাচে দিয়ে জামায়াতের নেতা কর্মি ও সাধারন ভোটারের আগমন হবে হেমায়েত উদ্দীন ঈদগাহ ময়দানে।
জামায়াত আমিরের আগমনে ঘুরে গেছে বরিশালের রাজনৈতিক অঙ্গনও। গত ১৭ বছরে যে দলটির কাউকে নি:শ্বাস পর্যন্ত ঠিকমতো নিতে দেয়া হয়নি, পুলিশের যন্ত্রনায় নিজ ঘরে ঘুমাতে পর্যন্ত পারেনি। আজ পুলিশ তাদের পাহারা দেবে। সমস্বরে শ্লোগান দেবে দলটির আপামর নেতা কর্মী ও সমর্থকরা। যেই রাজপথে লুকোচুরি করে শ্লোগান দিতে হতো দেশের এই ঐতিহ্যাসিক পটপরিবর্তনে নেতাকর্মীরা রাজপথে শ্লোগান মিছিলে মুখরিত রাখবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT