4:06 pm , January 18, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর শাহ সুপার মার্কেটের মালিক ও জামে কশাই মসজিদের সহ সভাপতি শাহ বদর উদ্দিন আহমেদ (৯০) শুক্রবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার নামাজে জানাজা একে স্কুল মাঠে শনিবার সকালে অনুষ্ঠিত হয়। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জানাজায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক হক চাঁনসহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজায় ইমামতি করেন আলহাজ্ব কাজী আব্দুল মন্নান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামে কশাই মসজিদের সভাপতি রিয়াজুল কবির, সাধারণ সম্পাদক জাফরুল্লাহ, ছানি ইমাম আলহাজ্ব হযরত মাওলানা কামাল উদ্দিন। পরে তাকে মুসলিম গোরস্থানে দাফন করা।