বরিশাল বারের প্রিয় মুখ এ্যাড. মাহমুদুল হাসান দোলনের ইন্তেকাল বরিশাল বারের প্রিয় মুখ এ্যাড. মাহমুদুল হাসান দোলনের ইন্তেকাল - ajkerparibartan.com
বরিশাল বারের প্রিয় মুখ এ্যাড. মাহমুদুল হাসান দোলনের ইন্তেকাল

4:04 pm , January 18, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বিএম কলেজ শিবিরের সাবেক সভাপতি বরিশাল বারের প্রিয় মুখ এ্যাডভোকেট মাহমুদুল হাসান দোলন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তিনি দেড় মাস ধরে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ঢাকার মহাখালী ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বিকেল ৩টা ১৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ী বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া গ্রামে। গতকাল রাতে তার প্রথম নামাজে জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয়। আজ সকাল সাড়ে ১০ টায় বরিশাল বার লাইব্রেরিতে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরহুমের গ্রামের বাড়ী মোকামিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুম এ্যাডভোকেট মাহমুদুল হাসান দোলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক আজকের পরিবর্তনের প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT