3:25 pm , January 17, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর আলহাজ¦ হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরণের আমল করে থাকি। ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব ইত্যাদি। এ সকল নেক আমল আমরা করে থাকি পরকালীন মুক্তি লাভের আশায়। দুনিয়াবী কোন আশা-ভরসার জন্য নয়। প্রত্যেকটি আমল হতে হবে ইখলাছপূর্ণ। লোকদেখানো আমল মহান আল্লাহর দরবারে কবুল হবেনা। এককথায় ইখলাছ ছাড়া কোন আমল গ্রহণযোগ্য হয়না। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় সমাজের বিভিন্ন অজুহাতে, কোন পদ-পদবী লাভের আশায় অথবা অন্য কোন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কিছু ব্যক্তি লোক দেখানো আমল করেন। আবার একশ্রেণীর নামধারী আলেমও রয়েছেন যারা ওয়াজের ময়দানে, মিডিয়ায় মুখে বলেন এক কিন্তু বাস্তবে এর ভিন্নতা দেখা যায়। তাদের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে।
গত বৃহস্পতিবার বরগুনা জেলার বামনা উপজেলাধীন বামনা হাইস্কুল মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর স্মরণে ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান পীর এসব কথা বলেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা হায়দার হুসাইন, মুহাদ্দিস মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ।