3:08 pm , January 16, 2025

লালমোহন প্রতিবেদক ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমাদের সংগ্রাম জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা করার সংগ্রাম যা নির্বাচিত সরকারই করতে পারে। আমরা আশা করি যত দ্রুত সম্ভব বর্তমান সরকার একটি নির্বাচন দিয়ে জনগণের আশা-আকাঙ্খার বাস্তবায়ন করবে।
তিনি আরো বলেন, আমরা সব ধরনের সংস্কার করার জন্য প্রস্তুত আছি। যা কিছু সংস্কার করা প্রয়োজন, সেসব সময়সাপেক্ষ আর এসব করার জন্য ম্যান্ডেট পায় নির্বাচিত সরকার। বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহনে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। দ্রব্যমূল্যেরও উর্ধ্বগতি করে দিয়েছে। আর এগুলো নিয়ন্ত্রন এবং জনজীবনে শান্তিশৃঙ্খলা বিধানের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন।
নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানী-গুণী লোকের সরকারই হোক, সেসব দুর্বল সরকার। আমরা আশা করি, আগামীতে জনগণের ভোটে যে নির্বাচিত সরকার আসবে, তারা সব সংস্কার কাজ করবে।