3:08 pm , January 16, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে গ্রেপ্তারী পরোয়ানা তামিল করতে গিয়ে ইট ভাটার চুল্লিতে পড়ে দ্বগ্ধ মহানগর পুলিশের উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারী ইনষ্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয় বলে বরিশাল মহানগরের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানিয়েছেন।
মৃত এসআই মো. মেহেদি হাসান বরগুনা সদর থানার চর কলোনী গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে। সে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন।
এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার জানান, গত ৬ জানুয়ারী গভীর রাতে একটি গ্রেপ্তারী পরোয়ানা তামিলের জন্য বাবুগঞ্জ উপজেলার ইসলাম ব্রিকসে অভিযান করে। এ সময় ভাটার চুল্লির একটি পাত সরে গিয়ে পড়ে যায় এসআই মেহেদি হাসান। পরে তাকে অন্য পুলিশ সদস্য ও শ্রমিকরা মই দিয়ে উপরে তুলে। কিন্তু তার শরীরে ৪০ শতাংশ পুড়ে যায়। এসআই মেহেদিকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকায় জাতীয় বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারী ইনষ্টিটিউশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর দুইটায় মারা গেছেন তিনি।
বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।