সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন

3:07 pm , January 16, 2025

সব সমস্যার মূলে ৫০ লাখ টাকা রাজনীতির ক্যারাকলে সদর গার্লস স্কুল !

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছে অপর একটি পক্ষ। তাদের দাবি নিবন্ধনকৃত ছাত্রীদের টাকা ফেরত কিংবা শতবর্ষ অনুষ্ঠান উদযাপিত হলেও তাদের কোন সমস্যা নেই। গতকাল বৃহম্পতিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি  করা হয়। সংবাদ সম্মেলনে নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক বেগম ফয়জুন নাহার শেলী বলেন, ২০২৩ সালে বিদ্যালয়টির শতবর্ষ পূর্ণ হয়। এ উপলক্ষে ২৩ সেপ্টেম্বর গুটিকয়েক প্রাক্তন ছাত্রী কোন ধরণের পূর্ব আলোচনা ছাড়াই তাদের মতাদর্শের বাইরে সিনিয়র-জুনিয়র প্রাক্তন শিক্ষার্থীদের বঞ্চিত করে একতরফাভাবে প্রফেসর শাহ সাজেদাকে আহবায়ক করে একটি কমিটি গঠন করে নিজেদের খেয়াল খুশি মত তা পরিচালনা করে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসনামলে কারা একচেটিয়া সুবিধা ভোগ করেছেন আর কারাই বা বঞ্চিত ছিলেন ইতিহাস তার সাক্ষী। তবে জাতি-ধর্ম-দল-মত নির্বিশেষে আমরা সবাই এই বিদ্যালয়ের ছাত্রী। তাই বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনের ক্ষেত্রে এ ধরণের পক্ষপাতিত্বে বেশকিছু প্রাক্তন ছাত্রী মন:ক্ষুন্ন হয়। তারা এ নিয়ে কয়েকবার প্রফেসর শাহ সাজেদার বাসায় গেলেও কোন ইতিবাচক সাড়া মেলেনি। এমনকি তার সভাপতিত্বে বিদ্যালয়ে অনুষ্ঠিত মিটিংয়ে কয়েকজন জুনিয়র ছাত্রী অনেক সিনিয়রদের নিয়ে অশালীন ভাষায় বক্তব্য রাখে। এরপর বরিশাল-৫ আসনের সাবেক এমপি জাহিদ ফারুকের স্মরণাপন্ন হলে তার পরামর্শে বরগুনা-২ আসনের সাবেক এমপি এবং এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী নাদিরা সুলতানাকে আহবায়ক করে একটি সম্মিলিত কমিটি গঠন করা হয়। এই কমিটিতে প্রফেসর শাহ সাজেদাকে যুগ্ম আহবায়ক এবং তার কমিটির ৭০ ভাগ সদস্য অন্তর্ভুক্ত ছিল।
শেলী বলেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সে কমিটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। এরপর বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি বরিশালের জেলা প্রশাসক এর স্মরণাপন্ন হলে তিনি উভয় পক্ষকে ডেকে সম্মিলিতভাবে আরেকটি নতুন কমিটি গঠন এবং গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে ২০২৪ এ কোন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত দেন। ওই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রাক্তন ছাত্রীদের ডাকা দুটি সভার পর গত ৫ ডিসেম্বর তাকে (শেলী) আহবায়ক করে ৭জন যুগ্ম সচিব, দু’জন সদস্য সচিব, ১০জন নির্বাহী সদস্য, বিদ্যালয়ের বয়োজ্যেষ্ঠদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি এবং ১২টি সাব কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এরপর প্রথম কমিটির আহবায়ক প্রফেসর শাহ সাজেদা গত ২৪ ডিসেম্বর ভাউচার ছাড়া ৩ লাখ ৪২ হাজার ৯৬০ টাকা ব্যয় এবং ৪৯ লাখ ৬০ হাজার ১৫৩ টাকা সুদ সমেত আয়ের হিসাব এবং ১২টি শর্ত সম্বলিত তিনশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের মাধ্যমে নতুন কমিটির কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করে। এই ১২টি শর্তে নতুন কমিটির হাতে ব্যাংক হিসাব পরিচালনার সার্বিক ক্ষমতা হস্তান্তর করার কথা বলা হলেও তাদের ষড়যন্ত্রের কারণে নতুন কমিটি অর্থের কোন লেনদেন করতে পারেনি।
বেগম ফয়জুন নাহার শেলী বলেন, গত বুধবার সকালে বরিশাল সোনালি ব্যাংকের ডিজিএম  সমস্যা নিরসনের জন্য উভয় পক্ষকে তার কার্যালয়ে আমন্ত্রণ জানান। এতে নতুন কমিটির সদস্যরা উপস্থিত থাকলেও প্রফেসর শাহ সাজেদা উপস্থিত হননি। সাজেদার দলটি তাদের স্বাক্ষরিত চুক্তি ভঙ্গ করে অনুষ্ঠানটি বানচাল করতে তৎপর রয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT