পতিতাবৃত্তি করাতে শিশু পাচারচেষ্টা ॥ গ্রেফতার ৩ পতিতাবৃত্তি করাতে শিশু পাচারচেষ্টা ॥ গ্রেফতার ৩ - ajkerparibartan.com
পতিতাবৃত্তি করাতে শিশু পাচারচেষ্টা ॥ গ্রেফতার ৩

3:05 pm , January 16, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকার এক শিশুকে দুবাই পাঠিয়ে পতিতাবৃত্তি করানোর অভিযাগে দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে : সুইটি, জুথি বেগম ও আল আমিন। এ ঘটনায় উদ্ধারকৃত শিশুর মা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেছেন।
মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা বলেন, গেল ১ জানুয়ারী বরিশাল সদর উপজেলা শায়েস্তাবাদ এলাকা থেকে নিখোঁজ হয় শিশুটি। কোনভাবে সন্ধান না পেয়ে ৯ জানুয়ারী র্শিশুটির মা বাদী হয়ে কাউনিয়া থানায় সাধারন ডায়েরী করেন।
এরপর সোর্স ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ১৫ জানুয়ারী গভীর রাতে নগরীর দপ্তরখানা এলাকার একটি ঘর থেকে শিশুটিকে উদ্ধার এবং ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে শিশুটিকে দেশের বাইরে পতিতাবৃত্তির জন্য বিক্রির উদ্দেশ্যে তার পাসপোর্ট তৈরী করছিল। এ কারণে শিশুটিকে নিয়ে প্রথমে ঢাকায় যায়। সেখানে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরী করে। ওই পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট করতে আবার বরিশালে নিয়ে আসে। এ সময় গ্রেফতারকৃতরা শিশুটির উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।
উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃতদের প্রধান কাজই হচ্ছে এ ধরনের নারী শিশুদের বিদেশে পতিতাবৃত্তি করতে পাচার করা। এ ঘটনার সাথে আরো যারা জড়িত এবং পাচারকারী চক্র ইতিমধ্যে যাদের পাচার করেছে ওই সকল তথ্য-উপাত্ত জানার চেষ্টা চলছে। এ ঘটনায় বাদীর দায়েরকৃত সাধারণ ডায়েরী মানব পাচার মামলায় রুপ নেবে বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT