4:07 pm , January 15, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রিমু খান (২২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বুধবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার নীলখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমু উপজেলার বাঙিলা গ্রামের হেদায়েত খানের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান বলেন, শিমুল-সিফাত-শাহিক পরিবহন নামের একটি মালবাহী ট্রাক নীলখোলা এলাকায় মহাসড়কের পাশে মালামাল আনলোড করছিল। এ সময় গৌরনদী থেকে ভূরঘাটাগামী বেপরোয়া গতির নম্বর বিহীন একটি মোটরসাইকেল ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রিমু নিহত হয়। ট্রাকটিতে আটক করা হয়েছে।