গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগ পাহারাদারের বিরুদ্ধে গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগ পাহারাদারের বিরুদ্ধে - ajkerparibartan.com
গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগ পাহারাদারের বিরুদ্ধে

4:17 pm , January 14, 2025

নেছারাবাদ প্রতিবেদক ॥ নেছারাবাদে গভীর রাতে এক গার্মেন্টসকর্মী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাজারের পাহারাদারের বিরুদ্ধে। গত সোমবার গভীর রাতে উপজেলার মিয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে তিনজন পাহারাদার ছিলো। এদের মধ্যে একজন ধর্ষণ করলেও অপর দুইজন চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ভুক্তভোগী নারী রাতেই পুলিশে অভিযোগ করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঘটনার দিন গভীর রাতে ওই নারী ঢাকা থেকে নিজ বাড়ীর উদ্দেশ্যে নেছারাবাদে আসেন। এরপর ছারছীনা বাসষ্ট্যান্ডে নেমে খেয়াযোগে উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে নামেন । এসময় বাজারের পাহারাদার তৈয়ব আলী মোল্লা(৬০), সহিদুল ইসলাম(৩০) ও সাইফুল ইসলাম(৫০) ওই নারীকে ধরে জিজ্ঞাসাবাদের কথা বলে বাজারের চিপার ভিতরে নিয়ে যায়। তৈয়ব আলী অপর দুই পাহারাদারের সহযোগীতায় জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করে। পরে সহিদুল ও সাইফুল ধর্ষণের  চেষ্টা করলে নারী ডাক-চিৎকার দেয়। এ ঘটনা ভুক্তভোগী নারী টহলরত পুলিশকে জানায়। পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করে।
ওই নারী বলেন, আমি তাদের হাতে পায়ে ধরে কান্না করলেও তাদের মন গলেনি। প্রথমে তৈয়ব আলী আমাকে ধর্ষণ করে। পরে বাকি দু’জনে ধর্ষণের চেষ্টা করলে আমি ডাক-চিৎকার দেই।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বনি আমীন বলেন, ওই নারী তার জবানবন্দিতে ধর্ষণের কথা বলেছে। ঘটনা শুনে তিনজনকেই ধরে থানায় নিয়ে  আসা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT