টাকা ফেরত চান নিবন্ধনকৃত শিক্ষার্থীরা টাকা ফেরত চান নিবন্ধনকৃত শিক্ষার্থীরা - ajkerparibartan.com
টাকা ফেরত চান নিবন্ধনকৃত শিক্ষার্থীরা

4:15 pm , January 14, 2025

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী অনুষ্ঠান নয়

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে (গঠিত কমিটি) ‘বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ যে অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছিলো সেই অনুষ্ঠান নিয়ে সৃষ্ট জটিলতা ও সর্বশেষ অবস্থা তুলে ধরেছেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আ্যলামনাই অ্যাসোসিয়েশন। সর্বশেষ অবস্থা জানাতে গতকাল নিবন্ধনকৃত শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থী, স্কুল কর্তৃপক্ষ, প্রশাসন এবং নগরবাসীর সামনে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরেন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর শাহ সাজেদা ও অর্থ বিষয়ক আহ্বায়ক নাসরিন জাহান পিউরি প্রমূখ।
তারা বলেন, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন সময়ের আলোচনার মধ্যদিয়ে সর্বশেষ ২৩/৯/২০২৩ ইং তারিখ এক সাধারণ সভায় সর্ব সম্মিতিক্রমে একটি আহবায়ক কমিটি করে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। এতে প্রাক্তণ শিক্ষার্থীরা আনন্দের সাথে নিবন্ধন করতে থাকেন। নিবন্ধনের শেষ পর্যায়ে ও অনুষ্ঠানের তারিখ ঘোষণার পর কতিপয় প্রাক্তন ছাত্রীরা নিবন্ধনের সময় সীমা বাড়ানোর অনুরোধ করেন। এভাবে তারা বার বার করতে থাকেন। আওয়ামী লীগ দলীয় বরগুনা ২ আসনের সাবেক এমপি সুলতানা নাদিরাকে আহবায়ক ও সানজিদা শাহনেওয়াজকে সদস্য সচিব  করে আওয়ামী লীগের তৎকালীন সাবেক এমপি ও মন্ত্রীদের নাম রেখে তারা একটি পাল্টা কমিটি গঠন করে। শতবর্ষ উদযাপন পর্ষদ ২০২৪ নামে ব্যাংক হিসাব খুলে আলাদা নিবন্ধনও করেন। প্রাক্তন ছাত্রীদের সাড়া না পেয়ে এক পর্যায়ে তাদের করা নিবন্ধনকৃতদের টাকাও ফেরত দেন তারা। এর পর থেকে তারা আমাদের কমিটির উপর চাপ প্রয়োগ করতে থাকে নিবন্ধনকৃত ২৬৩৮ শিক্ষার্থীর অর্থ  নিয়ে যাওয়ার জন্য।  কিন্তু তাতে তারা ব্যর্থ হন। পরবর্তীতে গণ অভ্যুত্থানে সরকারের পতন ঘটলে তারাও চলে  যান আত্মগোপনে।
এ পর্যায়ে আমাদের কমিটি নতুন করে উদ্যোগ নেন অনুষ্ঠান করার।  কিন্তু  আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি সুলতানা নাদিরার কমিটির অনেকেই আবার বাধা দিতে থাকেন এ অনুষ্ঠানের। আইনী নোটিশ প্রদান, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রাদান করে অনুষ্ঠান স্থগিত করার দাবি জানান তারা। স্কুলে টানিয়ে দেন অনুষ্ঠান স্থগিত করার ব্যানার।
এরপর আমাদের কমিটি সার্বিক বিষয় নিয়ে দেখা করেন জেলা প্রশাসক মহোদয়ের সাথে। তিনি পরামর্শ দেন এই পরিস্থিতিতে অনুষ্ঠান না করার। এ পযায়ে নিবন্ধনকৃত ছাত্রীরা তাদের টাকা ফেরত চাইতে থাকেন। আমরাও টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেই।এদিকে সাবেক এমপি বিলকিস জাহান শিরিন এর নেতৃত্বে ফয়জুন নাহার সেলিকে আহবায়ক ও সানজিদা শাহনেওয়াজকে সদস্য সচিব করে আবার গঠিত হয় আরো একটি কমিটি। তাদের অধিকাংশের নিবন্ধন না করা ও ব্যাংক হিসাব খোলার কথা গোপন রেখে আমাদের কমিটির কয়েকজনকে চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে একটি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করান।
এ খবর ব্যক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ও শতবর্ষের ‘বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ ফেইজবুক পেইজে প্রচারিত হলে তোলপাড় সৃষ্টি হয় নিবন্ধনকৃত ছাত্রীদের মাঝে। তারা বিরোধীতা করতে থাকেন এই চুক্তির। কমিটির রেজুলেশন না থাকা এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যদের বিরোধীতা অন্যদিকে নিবন্ধনকৃত শিক্ষার্থীরা অনুষ্ঠান না করে তাদের টাকা ফেরত চাইতে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন, অফলাইন, ফোনে তারা তাদের টাকা ফেরত চাওয়া অব্যাহত রেখেছেন। টাকা ফেরত চাইতে চলছে গণস্বাক্ষর কর্মসূচী। শুধু তাই নয় নিবন্ধনকৃতরা রিফান্ড কমিটি গঠন করে টাকা ফেরত নিতে তালিকা প্রেরণ করছে আমাদের কাছে।
এদিকে মূল অনুষ্ঠানের আলাপ আলোচনা ছাড়াই ফয়জুন নাহার সেলির  কমিটির কয়েকজন ‘বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’  হিসাব নম্বর ০৩০৪৬০১০৩১৩৪২ নামক হিসাব থেকে অন্য হিসাব নম্বরে ফান্ড ট্রান্সফারের জন্য চাপ প্রয়োগ করেন। নিবন্ধনকৃত শিক্ষার্থীরা ফান্ড ট্রান্সফারের চরম বিরোধীতা করেন। এমতবস্থায়  চুক্তির শর্ত ভঙ্গ করায় চুক্তিটি বাতিল করা হলো। সমস্ত প্রতিকুলতাকে অতিক্রম করে  আমরা যাতে নিবন্ধনকৃতদের টাকা ফেরত দিতে পারি। সে জন্য আপনাদের মাধ্যমে প্রশাসন, ব্যাংক, সাংবাদিক, সুশীল সমাজ, স্কুল কর্তৃপক্ষসহ সর্বস্তরের সকলের সহযোগিতা কামনা করছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT