3:39 pm , January 14, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হিজলার ধুলখোলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হারন-অর-রশীদ হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট দেওয়ান মনির হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, এই সংবাদ সম্মেলনটি হিজলা প্রেসক্লাবে করার কথা ছিলো কিন্তু জীবনের নিরাপত্তার জন্য বাধ্য হয়ে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবে করতে হলো। ২০২৪ সালে মা-ইলিশ রক্ষা অভিযানে আমাকে নৌ-পুলিশের ট্রলারের মাঝি হিসাবে অভিযানের সময়কালিন (২২দিন) নিয়োগ দেওয়ার জন্য হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মনির দশ লক্ষ টাকা দাবী করেন। পরবর্র্তীতে আট লাখ টাকায় রফা হয়। সেই মোতাবেক হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মনিরকে আমি নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং বাকী চার লাখ ৫০ হাজার টাকা বাবদ দেওয়ান মনিরকে আমার সই করা পূবালী ব্যাংক, মেহেন্দিগঞ্জ শাখার একটি ব্লাঙ্ক চেকের পাতা দেই( যার নম্বর হলো-ঈ.অ.৪৫৫৯৯৬৪)। নগদ টাকা ও চেক প্রদান করার পরেও হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মনির আমাকে নৌ-পুলিশের ট্রলারে মাঝি হিসাবে নিয়োগ দেয়নি। পরবর্তীতে আমি একাধিকবার স্ব-শরীরে এবং মোবাইলে যোগাযোগ করে আমার টাকা ও চেক ফেরৎ চাই। কিন্তু তিনি আমাকে তা দিতে অস্বীকার করেন এবং আমাকে জীবননাশের হুমকি প্রদান করে। এক পর্যায়ের আমি বিষয়টি স্থানীয় বিএনপি নেতাদের জানালে ক্ষিপ্ত হয়ে গত ১২ জানুয়ারি তার ক্যাডার বাহিনীর সদস্য হারুন মৃধা, খবির রাঢ়ীসহ ১০/১২ জনকে দিয়ে স্থানীয় আলিগঞ্জ বাজারে বসে আমাকে মারধর করে। আমি তার ক্যাডার বাহিনীর ভয়ে হিজলা থানায় অভিযোগ পর্যন্ত দিতে পারিনি।