দুই শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ দুই শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ - ajkerparibartan.com
দুই শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

3:38 pm , January 14, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে দুই শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টায় বাসদ কার্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট পরিচালিত শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগার ও কে.ডি.এ. ফাউন্ডেশনের সহযোগিতায় দুই শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন কে. ডি. এ. ফাউন্ডেশন, কুমিল্লার সভাপতি মোঃ দর্পণ। সভাপতিত্ব করেন শহিদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগারের সভাপতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ। উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্ত্তী, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক , বাসদ বরিশাল জেলা শাখার সদস্য বেল্লাল গাজী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার কোষাধ্যক্ষ সালমা বেগম প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT