গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সকলের মত তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সকলের মত তুলে ধরা - ajkerparibartan.com
গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সকলের মত তুলে ধরা

2:57 pm , January 13, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ গণমাধ্যম সংষ্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সরকারের সাথে রয়েছে রাজনৈতিক দলের প্রভাব। রাজনৈতিক দলের ভয়ভীতি প্রদর্শন, ক্ষমতার দাপট দেখানো এবং ব্যবসায়ী স্বার্থের প্রভাব। এ সময় কর্পোরেট হাউজের এক প্রধানের গত সংসদ নির্বাচনে অংশগ্রহণের উদাহরন তুলে ধরেন তিনি। গতকাল সোমবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিভাগে কর্মরত সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংষ্কার কমিশনের মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রস্তাবনার উত্তর দিতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সকলের মত তুলে ধরা। সকলের চিন্তার বহি:প্রকাশ ঘটানো। শুধু এক পক্ষের বক্তব্য প্রচার করা নয়। সে ক্ষেত্রে ব্যবসায়ী হস্তক্ষেপ আছে। এ ব্যাংকের ঋণ খেলাপী মালিক তার গণমাধ্যমে তা প্রচার করেন না।  সভায় কমিশনের সদস্য অধ্যাপক আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, জিমি আমির, টিটু দত্ত গুপ্ত, আব্দুল্লাহ আল মামুন, আঞ্চলিক তথ্য অফিস বরিশালের উপপ্রধান তথ্য অফিসার আফরোজা নাইচ রিমাসহ বিভাগের অন্যান্য জেলার তথ্য অফিসাররা উপস্থিত ছিলেন। কামাল আহমেদ বলেন, সংবাদমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার জন্য এ সংষ্কার কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের প্রধান লক্ষ্য থাকবে সংবাদ এবং সাংবাদিকদের কাজের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। কমিশন প্রধান আরো বলেন, আমাদের দেশে একই মিডিয়া হাউসকে টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টাল, প্রিন্ট ভার্সন বা অনলাইন রেডিওর অনুমতি দেয়া হয়েছে। ফলে একই খবর ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এতে পাঠক ভিন্ন কোন মত বা বৈচিত্র্য পাচ্ছেন না। এগুলোর সমাধান আমাদের খুঁজে বের করতে হবে। গণমাধ্যমকর্মীরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ওয়েবসাইটে তাঁদের মতামত বা সুপারিশ কমিশনের কাছে পৌঁছাতে পারবেন। সভায় বরিশাল বিভাগের ছয় জেলার দেড় শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত থেকে একগুচ্ছ প্রস্তাব উপস্থাপন করেন। সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, প্রভাবশালীদের হাত থেকে সংবাদমাধ্যমকে মুক্ত রাখা, সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, পত্রিকায় সম্পাদক হিসেবে যোগদান করতে হলে সাংবাদিকতায় কমপক্ষে ১৫ থেকে ২০ বছরের অভিজ্ঞতা থাকা, মফস্বল সাংবাদিকদের যথাযথ প্রশিক্ষণ প্রদান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গঠনসহ সাংবাদিকদের একক রেজিস্ট্রেশন নাম্বার প্রদানের প্রস্তাব করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT