2:54 pm , January 13, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সকালে উপজেলা সদর ইউনিয়নে দুইটি কেন্দ্রে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খোলা বাজারে চাল বিক্রি কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক আল মামুন, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা সদরের দুইটি স্পট থেকে দুই টন চাল বিক্রি করা হবে। ৩০ টাকা দরে ৫ কেজি পর্যন্ত চাল ক্রয় করতে পারবেন একজন ক্রেতা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মেহেদী হাসান জানান, খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অব্যাহত থাকবে।