2:52 pm , January 13, 2025
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় বালুবাহী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক স্বামী নিহত ও স্ত্রী গুরুতর আহত হয়েছেন। গত রবিবার রাতে উপজেলার বাইপাস ওভার ব্রীজের পশ্চিম পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নরেন্দ্রনাথ হালদার (৫৩) উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের মৃত নারায়ন হালদারের ছেলে। আহত স্ত্রী রিনা মন্ডলকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়া থানার এসআই সমীর রায় জানান, উপজেলার দুস্থ মানবতার হাসপাতালে কর্মরত স্ত্রী রিনা মন্ডলকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে রওয়ানা দেয় স্বামী নরেন্দ্রনাথ হালদার। উপজেলার বাইপাস ওভার ব্রীজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী নরেন্দনাথ হালদার ও স্ত্রী রিনা মন্ডল গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রায়হান আলম নরেন্দ্রনাথ হালদারকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বালুবাহী ট্রলি ফেলে চালক পালিয়ে যায়। পরে ট্রলিটি পুলিশ থানায় নিয়ে আসে।
