2:52 pm , January 13, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশনের ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাই করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বরিশাল সিটি কপোরেশন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোমবার বেলা ১১টায় নগর ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বরিশাল সিটি করপোরেশনের শ্রমিক ইউনিয়নের নেতা ও ছাঁটাইকৃত শ্রমিকরা বক্তব্য দেন। এসময় তারা বলেন, কোনো ধরনের কারণ দর্শানো কিংবা কোনো ধরনের নোটিশ না দিয়ে ১৬০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। হঠাৎ চাকরি চলে যাওয়ায় এখন তারা অসহায়। এ সময় বক্তারা ছাঁটাইকৃতদের পুনর্বহালের পাশাপাশি সরকার নির্ধারিত বেতন দেয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। যদিও এ বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ছাঁটাইকৃতদের মধ্যে বেশিরভাগই দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত, নয়তো দায়িত্বরত কাজ সঠিকভাবে পরিচালনা করতে পারছিলেন না। তাই তাদের ছাঁটাই করা হয়েছে। তাদের বিষয়ে পরবর্তি কি পদক্ষেপ নেয়া হবে তা এখনই বলতে পারেননি কর্মকর্তারা।