ববিতে রুম সংকট ॥ একসাথে অফিস করেন উপ-উপাচার্য ও ট্রেজারার ববিতে রুম সংকট ॥ একসাথে অফিস করেন উপ-উপাচার্য ও ট্রেজারার - ajkerparibartan.com
ববিতে রুম সংকট ॥ একসাথে অফিস করেন উপ-উপাচার্য ও ট্রেজারার

4:24 pm , January 12, 2025

সালমান রায়হান ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ( ববি) রুম সংকটের কারণে একসাথে অফিস করেন উপ-উপাচার্য ও ট্রেজারার।
শিক্ষক শিক্ষার্থীদের প্রতিবাদ ও দীর্ঘ আন্দোলনের মুখে গত ১৯ ডিসেম্বর বিতর্কিত ট্রেজারার আবু হেনা মোস্তফা কামাল খানকে অপসারণ করে নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয় ড. মো. মামুন অর রশিদকে। মামুন অর রশিদ ১৯ ওইদিনই বিশ্ববিদ্যালয়ে যোগদান করলেও এখন পর্যন্ত অফিস পাননি।  বাধ্য হয়ে তিনি উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সাথে এককক্ষে অফিস করছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানাগেছে, নতুন ট্রেজারারের অফিসের জন্য এডমিন-১ এর তৃতীয় তলায় একটি ল্যাবরুম সরিয়ে সেখানে ট্রেজারারের অফিস করা হবে। উক্ত ল্যাব রুমটি বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের অফিসে স্থানান্তর করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের অফিস করা হবে ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপের কক্ষটিকে। বাহাউদ্দীন গোলাপের কক্ষটিতে পরিবহন পুলের কক্ষ করার জন্য তাকে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান হিসেবে স্থানান্তরও করা হয়েছে গত ২২ ডিসেম্বর রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক অফিস আদেশে। এরপর বাহাউদ্দীন গোলাপ শারীরিক অসুস্থতার কারন দেখিয়ে চারদিনের ছুটির আবেদন করে ছুটিতে যান।
বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের একটি অংশের অভিযোগ, বাহাউদ্দীন গোলাপকে কক্ষ থেকে বিতাড়িত করতেই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের অফিস বরাদ্দ দিতে বিলম্ব করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমানের কক্ষটি খালি পড়ে রয়েছে। সেখানে পরিবহন পুলের অফিস স্থানান্তর করলে খুব দ্রুত ট্রেজারারের রুম বরাদ্দ নিয়ে জটিলতা সমাধান করা যায়। কিন্তু একটি পক্ষ সেটি চাচ্ছে না এতে বিলম্ব হচ্ছে। উপাচার্য ও রেজিস্ট্রার দু’জনই ঢাকাতে অবস্থান করায় অফিসের কাজে বিলম্ব হচ্ছে।
উপ-উপাচার্যকে ট্রেজারার অফিসের কাজ করার দায়িত্ব উপাচার্য দিয়েছেন বলে জানা গেছে। যেখানে অফিস করা হবে সেই কক্ষের চাবি বুঝিয়ে না দেওয়ায় উপ-উপাচার্য রুমের কাজ করতে পারেননি বলে জানিয়েছেন রেজিস্ট্রার দপ্তরের এক কর্মকর্তা। একারণেই ট্রেজারারকে বাধ্য হয়েই উপ-উপাচার্যের কক্ষে অফিস করতে হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, কমার্স ফ্যাকাল্টির ল্যাব রুমটি পরিবহন অফিসে স্থানান্তর করে ওখানে ট্রেজারার বা উপ-উপাচার্যের অফিস করার সিদ্ধান্ত হয়েছে। পরিবহন দপ্তরের অফিসটি স্থানান্তর হবে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপের রুমে। কিন্তু বাহাউদ্দীন গোলাপ অসুস্থ থাকায় রুমের চাবি আমরা পাচ্ছি না। এতে করে ট্রেজারারের কক্ষ বরাদ্দে বিলম্ব হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. মামুন অর রশিদ বলেন, বিগত দিনে বড় তিনটি পদের মধ্যে  উপাচার্য ও ট্রেজারার এই দুটি পদ ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এখন তিনটি পদেই নিয়োগ হয়েছে। এজন্য রুম বরাদ্দে বিলম্ব হয়েছে। এছাড়া উপাচার্য ক্যাম্পাসে নেই। আশা করি দ্রুত সমাধান  হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমরা দু’জনে একসাথে অফিস করছি। ট্রেজারারের অফিস ঠিক করার কথা থাকলেও সেটি করা হয়নি। তিনি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাথে কথা বলার জন্য বলেন। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT