4:23 pm , January 12, 2025

২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামীলীগ আমলে দখলকৃত বরিশাল নগরীর মোহামেডান স্পোটিং ক্লাবের জমি পুনউদ্ধার করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার স্থানীয় আরবান ইসলামিয়া সমবায় সমিতি ভবনে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন দি বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চান। সভায় দখল হয়ে যাওয়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মোহামেডান ক্লাবের জমি উদ্ধার এবং পুনরায় সেখানে ভবন নির্মানের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে মোহামেডান ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনতে খেলাধুলাসহ সামাজিক কার্যক্রম পরিচালনারও সিদ্ধান্ত হয়। একই সভায় ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব পুনর্গঠন করার লক্ষে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হচ্ছেন চেম্বার অব কমার্সের সভাপতি এবায়েদুল হক চান এবং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সৈয়দ হুমায়ুন কবির ও গাজী শফিউর রহমান দুলাল, সদস্য সচিব নজরুল ইসলাম খান এবং কোষাধ্যক্ষ মাইনুল ইসলাম মনু। ১নং সদস্য হচ্ছেন নাসির উদ্দিন আহমেদ বাবু, ২নং সদস্য শাহনেওয়াজ হোসেন, ৩নং সদস্য নজরুল ইসলাম নিলুসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটি মোহামেডান ক্লাবের জমি উদ্ধার এবং সেখানে নতুন ভবন নির্মানে কাজ করবে। একই সাথে মোহামেডানের ঐতিহ্য ফিরিয়ে আনতে সেখানে প্রতিযোগিতামূলক খেলা এবং সামাজিক অনুষ্ঠান পরিচালনা করবেন। উল্লেখ্য মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ থাকাকালীন তার নেতৃত্বে সেখান থেকে মোহামেডান ক্লাব ব্লুড্রেজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এ নিয়ে ওই সময় সংবাদ প্রকাশ হলেও সাদিকের সন্ত্রাসী কর্মকান্ডের কারনে কেউ জমি উদ্ধারে এগিয়ে যেতে সাহস পায়নি। ৫ আগস্টের পর আওয়ামীলীগের সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার কারনে পূর্বের অবস্থায় ফিরতে যাচ্ছে মোহামেডান ক্লাব।