3:17 pm , January 12, 2025

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে পৌরসভার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মোস্তফা মাস্টারের বাড়ি থেকে কালাপাহাড় ব্রিজ পর্যন্ত সড়ক সংস্কারে ঠিকাদার অনিয়ম করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। নি¤œমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার, সড়ক ঢালাইয়ে রড-সিমেন্ট কম দেওয়াসহ বিভিন্ন অভিযোগ করেন তারা। গতকাল রোববার দুপুরে বিষয়টি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে কাজ বন্ধ করে দেওয়া হয়। তবে ঠিকাদার রামকৃষ্ণ বণিক অনিয়মের কথা অস্বীকার করেছেন।
পৌরসভার বাসিন্দা ইব্রাহীম খলিল বলেন, পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মোস্তফা মাস্টারের বাড়ি থেকে কালাপাহাড় ব্রিজ পর্যন্ত ১ কিলোমিটার সড়ক পাকাকরণে ৯০ লাখ টাকা বরাদ্দ হয়। উন্নতমানের পাথর, রড ও সিমেন্ট ব্যবহারের কথা ছিলো সড়ক সংস্কারে। কিন্তু ঠিকাদার নি¤œমানের রড, পাথরের পরিবর্তে কংক্রিটের গুড়া, প্রতিবর্গফুটে ১টি রডের পরিবর্তে ৩-৪ফুট দূরত্বে রড দিয়ে সড়ক ঢালাই করেছেন। এতে অল্পদিনেই সড়কের পাথর উঠে যাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় ঠিকাদারকে সিডিউল মতো কাজ করতে অনুরোধ করা হয়। কিন্তু তিনি অতিরিক্ত লাভ করতে নি¤œমানের কাজ করছেন। তাই এ বিষয়ে পৌরসভার প্রশাসকের কাছে অভিযোগ করা হয়েছে।
এব্যাপারে পৌরসভার প্রকৌশলী আব্দুস সালেক বলেন, এক কিলোমিটার সড়কে ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যাপ্ত রড, উন্নত নির্মাণ সামগ্রী ব্যবহারের নির্দশনা ছিলো। ঠিকাদারের কাজে অনিয়মের অভিযোগ পাওয়ায় কাজ বন্ধ করা হয়েছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।