3:16 pm , January 11, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হোসেন আলী হাওলাদার নামে ৬৫ বছরের বৃদ্ধকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত হোসেন আলী ওই এলাকার ইয়াকুব আলী হাওলাদার এর ছেলে। আহতকে শেবাচিমে ভর্তি করা হয়েছে। আহত সূত্র জানিয়েছে, হোসেন আলী হাওলাদার এর সাথে এক একর ১০ শতাংশ জমি নিয়ে পার্শ্ববর্তী করিম মালতিয়ারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয়পক্ষ মামলা দায়ের করে। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় নিজ বাড়ির সীমান প্রাচীর মেরামত করছিলেন হোসেন আলী হাওলাদার। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে নোমান মালতিয়ার, করিম মালতিয়ার, রফিক মালতিয়ার, নজরুল মালতিয়ার, মায়া বেগম ও রিনা বেগম সহ অজ্ঞাত ৮-১০ জন লোহার রড, হাতুড়ি ও ধারালো দা নিয়ে হোসেন আলী হাওলাদারের উপর হামলা চালায়।
আহতের ভাই জয়নাল হাওলাদার বলেন, করিম মালতিয়ার দীর্ঘদিন ধরে তাদের জমি জোরপূর্বক জবর দখলের চেষ্টা করে। এবং এ নিয়ে আদালতে মামলা হয়। আর মামলায় হোসেন আলী হাওলাদার এর পক্ষে রায় হয়। মামলায় জিততে না পারায় আমার ভাইয়ের উপর হামলা করেছে প্রতিপক্ষ।