রাজিব হাসপাতালে সন্ত্রাসিরা প্রকাশ্যে রাজিব হাসপাতালে সন্ত্রাসিরা প্রকাশ্যে - ajkerparibartan.com
রাজিব হাসপাতালে সন্ত্রাসিরা প্রকাশ্যে

3:14 pm , January 11, 2025

বিশেষ প্রতিবেদক ॥ বৃহস্পতিবার রাতে নগরির গোরস্থান রোড খানকা মোড় এলাকায় সন্ত্রাসিদের নির্মম হামলার শিকার রাজিবের শরীরে মোট ২১ ঘন্টা অস্ত্রপচার করা হয়েছে। দিতে হয়েছে ১৮ ব্যাগ রক্ত।  গতকাল ঢাকার এভার কেয়ার হাসপাতালে তাকে লাইফসাপোর্ট থেকে সরিয়ে আনা হয়েছে। সকালে তার জ্ঞান ফিরলেও শরীরের ক্ষত শংকামুক্ত নয়। এ ঘটনার পর প্রায় ৬০ ঘন্টা পার হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তবে স্থানী সূত্র থেকে জানা গেছে,  রাজীব জ্ঞান হারাবার আগে তার উপর হামলাকারি টেইলার্স বাচ্চু নামে এক সন্ত্রাসীর নাম বলেছে। সূত্র আরো জানায়, রাজিব কিছুদিন পূর্বে ওই এলাকার ডিসের লাইন চালাতে সদ্য প্রয়াত ডিস মালিকের স্ত্রির সাথে একটি চুক্তি করেছিলো। এই চুক্তি করার পর প্রয়াত ব্যক্তির ভাইয়েরা পুনরায় লাইন দখল করে। এ নিয়ে রাজিব কোতয়ালী থানায় একটি জিডি করে। হামলার সাথে এরাও জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। এরা রাজিবের বিপরীত রাজনৈতিক বলয়ের লোক। রজীব সুস্থ হলে এ ঘটনায় মামলা করবেন তার স্ত্রী। স্থানীয়রা জানান গোরস্থান রোড সন্ত্রাসীদের অপকর্ম ইদানিং বেপরোয়াভাবে বেড়েছে।
এদিকে লোমহর্ষক এ ঘটনার পর নগরীর সাধারন মানুষের মধ্যে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT