3:11 pm , January 11, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহাদাত ইসলাম তোতার বড় মেয়ে রোজিনা আক্তার রোজী (২৭) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ মাসের অন্ত:সত্ত্বা ছিলেন। তিনি স্বামী, ১ মেয়ে, বাবা-মা ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার সকাল ১১ টায় চাঁদমারি জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে বাউফলের শ্বশুর বাড়িতে দাফন করা করা হয়। জানাজায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, সাবেক কাউন্সিলর এটিএম শহীদুল্লাহ কবির।