গৌরনদীতে বিএনপি নেতাকে হত্যার হুমকীদাতা গ্রেফতার গৌরনদীতে বিএনপি নেতাকে হত্যার হুমকীদাতা গ্রেফতার - ajkerparibartan.com
গৌরনদীতে বিএনপি নেতাকে হত্যার হুমকীদাতা গ্রেফতার

3:11 pm , January 11, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নিয়াজুল হক নাদিমকে (৪৬) হত্যার হুমমী দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার গৌরনদী মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ নাঠৈ গ্রামের বাসিন্দা চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী সুলভকে (৪২) গ্রেপ্তার করেছে। এজাহারে বলা হয়, নাঠৈ গ্রামের মৃত সৈয়দ এনামুল হকের পুত্র ও গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নিয়াজুল হক নাদিমের সঙ্গে একই গ্রামের বাসিন্দা গৌরনদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মহিলা দলের সাধারন সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী ও তার ভাতিজা  সৈয়দ মেহেদী সুলভের সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। গৗরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নিয়াজুল হক নাদিম অভিযোগ করে বলেন, গত ৯ জানুয়ারি সকাল ৭টার দিকে সৈয়দা মনিরুন নাহার মেরী ও তার ভাতিজা সৈয়দ মেহেদী সুলভের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার জমির গাছপালা কেটে নেয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ করলে আমাকে গালিগালাজ করে। এক পর্যায়ে আমার উপর হামলার চেষ্টা চালায়। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় সৈয়দ নিয়াজুল হক নাদিম বাদি হয়ে গৌরনদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী ও তার ভাতিজা  সৈয়দ মেহেদী সুলভকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ শুক্রবার মেহেদী কে গ্রেপ্তার করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT