উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত - ajkerparibartan.com
উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত

3:10 pm , January 11, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে আলোকিত মানুষ মরহুম মফছের আলী হাওলাদারের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে “সামাজিক অবক্ষয় ও মাদক প্রতিরোধে করনীয় শীর্ষক সেমিনার ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার হস্তিশুন্ড গ্রামের এ.আর তালুকদার কমপ্লেক্সে সকাল ১০ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, ডেইলি ইন্ডাষ্ট্রি ঢাকা’র সম্পাদক ড. এনায়েত করিম, সৎসঙ্গ ফাউন্ডেশন’র উপদেষ্টা পুলিশ ইন্সপেক্টর কবি সেলিম মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সচিব ও ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস.এম. সরওয়ার, লালন গবেষক ফকির হৃদয় সাঁই, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ও কার্যনির্বাহী সভাপতি ও সৎসঙ্গ ফাউন্ডেশন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু রণজিত দত্ত। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ¦ হযরত মাও. ডা. সিরাজুল ইসলাম সিরাজী, উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তালুকদার, সম্মিলিত সামাজিক আন্দোলন‘র সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু,  কার্যনির্বাহী সভাপতি, সৎসঙ্গ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি ও মুক্তিযুদ্ধের সংগঠক রশিদ ভূঁইয়া, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কমান্ডার মোস্তফা কামাল, সৎসঙ্গ ফাউন্ডেশন রাজশাহী জেলা শাখার সভাপতি নুরুল হুদা চৌধুরী আরব, সৎসঙ্গ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও এশিয়ান টেলিভিশন’র স্টাফ রিপোর্টার ফারুক হোসেন হৃদয়, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান, সাংবাদিক লোকমান হোসেন হাবিব,  সৎসঙ্গ মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক সেলিনা বেগম। সভায় সভাপতিত্ব করেন আলহাজ¦ বি.এন.খান ডিগ্রী কলেজ’র সাবেক অধ্যক্ষ ও সৎসংঙ্গ ফাউন্ডেশন উজিরপুর উপজেলার সভাপতি অশোক কুমার রায় চৌধুরী ও সঞ্চালনায় ছিলেন সৎসঙ্গ ফাউন্ডেশন, উজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আঃ রহিম সরদার।  উজিরপুরের প্রতিটি ঘর মাদকমুক্ত রাখার পাশাপাশি ও মাদকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT