গৌরনদীতে চাঁদা না দেওয়ায় বোরো প্রকল্পের সেচ বন্ধ করার অভিযোগ গৌরনদীতে চাঁদা না দেওয়ায় বোরো প্রকল্পের সেচ বন্ধ করার অভিযোগ - ajkerparibartan.com
গৌরনদীতে চাঁদা না দেওয়ায় বোরো প্রকল্পের সেচ বন্ধ করার অভিযোগ

3:09 pm , January 11, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদীতে সন্ত্রাসীদের দাবিকৃত এক লক্ষ টাকা চাঁদা না দেওয়ায়  উপজেলার নলচিড়া ইউনিয়নের ৭টি ও বাটাজোর ইউনিয়নের ৫টি বোরো প্রকল্পের সেচ বন্ধ রয়েছে। ফলে দুই ইউনিয়নের ১২টি বোরো প্রকল্পের ৩ হাজার কৃষকের ৪ হাজার একর জমির চাষাবাদ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় সরিকল ইউনিয়নের হোসনাবাদ উত্তর সিমানায় প্রাইমারি সেচ প্রকল্পের তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন বাদি হয়ে শুক্রবার ১০জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। এজাহার, ভুক্তভোগী ও পুলিশ জানায়, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ উত্তর সিমানায় আড়িয়াল খাঁ শাখা নদী পালরদী নদীর ষ্টিমারঘাট এলাকায় সেচ পাম্প বসিয়ে প্রাইমারি প্রকল্পের মাধ্যমে নলচিড়া খালে ও বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া খালে পানি সরবরাহ করার প্রকল্প চালু করেন বছার গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে  জাকির হোসেন। প্রকল্পটি তদারকি করেন তার বড় ভাই আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, গত ২ জানুয়ারি আমি সেচ পাম্প বসিয়ে প্রাইমারি প্রকল্প থেকে সেকেন্ডারী ১২টি প্রকল্পে সেচ দিয়ে পানি সরবরাহ শুরু করি। এ সময় উপজেলার বাসুদেবপাড়া গ্রামের কাঞ্চন মৃধার ছেলে সানাউল মৃধা শংকরপাশা গ্রামের কালাম খানের ছেলে মামুন খানের নেতৃত্বে ৭/৮ জন এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেয়ায় সেচ পাম্প বন্ধসহ বিভিন্ন ধরনের হুমকি দেন। পরবর্তিতে হুমকির মুখে গত ৫ জানুয়ারি আমি ৫ হাজার টাকা পরিশোধ করলে বাকি টাকার জন্য চাপ দিতে থাকে। গত ৯ জানুযারি সন্ধ্যায় পুনরায় এসে টাকা দাবি করলে টাকা না দেয়ায় পাম্প বন্ধ করে দেয় এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
প্রাইমারি বোরো প্রকল্প ম্যানেজার জাকির হোসেন অভিযোগ করে বলেন, সেচ পাম্প বসাতে স্থানীয় হোসনাবাদ গ্রামের মজিদ হাওলাদারের ছেলে হানিফ হাওলাদারের জমিতে মেশিনের ঘর নির্মানের জন্য তার সঙ্গে  চুক্তি করে সেখানে বাঁধ দিয়ে সেচ শুরু করেছি। এর আগে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান ও বরিশাল বিএডিসি কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি এবং পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে চুক্তি করে  প্রকল্প চালু করেছি। আমার প্রাইমারি সেচ প্রকল্প থেকে নলচিড়া ইউনিয়নের নলচিড়া খালে ৭টি ও বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া খালে ৫টিসহ ১২টি বোরো প্রকল্পে পানি সরবরাহ করে প্রকল্প চালু করি।  কিন্তু চাঁদা না দেয়ায় গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমানের পালিত সন্ত্রাসী ও ৫ আগষ্টের পরে বিএনপির এক শীর্ষ নেতার আশ্রয়-প্রশ্রয়ে থাকা সানাউল মৃধা ও মামুন খান এক লক্ষ টাকা চাঁদা দাবী করে। ফলে ১২টি বোরো প্রকল্পের ৪ হাজার একর জমিতে চাষ দিতে পারছে না কৃষক। রুস্তুম সরদার, সান্টু খলিফা, নজরুল খলিফাসহ কয়েকজন কৃষক বলেন, গুটি কয়েক চাঁদাবাজদের জন্য কয়েক হাজার কৃষক জমিতে সেচ দিতে পারছে না। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় প্রাইমারি সেচ প্রকল্পের তদারককারী আনোয়ার হোসেন বাদি হয়ে শুক্রবার ১০জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT