3:58 pm , January 10, 2025
লালমোহন প্রতিবেদক ॥ বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধের একটা পর্ব মাত্র গিয়েছে, দ্বিতীয় পর্বের নতুন করে যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা ততদিন পর্যন্ত চলবে, যতদিন না যেই স্বপ্ন নিয়ে এতো মানুষ রক্ত দিল, জীবন দিল, যতদিন না তাদের স্বপ্নগুলো বাস্তবায়িত না হচ্ছে, যতদিন না এই দেশ সিন্ডিকেটমুক্ত হচ্ছে, চাঁদাবাজী মুক্ত হচ্ছে, ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত হচ্ছে, ততদিন আমাদের এই যুদ্ধ চলতে থাকবে। শুক্রবার বিকেলে লালমোহন বাজারের ডাকবাংলো ব্রিজের পাদদেশে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় সারজিস আলম আরো বলেন, আমরা এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধভাবে থাকি, এই শক্তি যদি থাকে তাহলে সকল অপশক্তি প্রতিহত করতে পারবো। নতুন বাংলাদেশ বিনির্মানের যাত্রায় আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। এ সময় সারজিস আলমের সাথে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের কেন্দ্রীয় আরেক সমন্বয়ক আবু সাঈদ ও লালমোহনের সন্তান বেরসকারি বিশ^বিদ্যালয়ের সমন্বয়ক হাসিবুল ইসলাম শান্ত।
সমন্বয়ক হাসিবুল ইসলাম শান্ত বলেন, জুলাই বিপ্লবে ৬৪ জেলার মধ্যে সবচেয়ে সাহসী জেলার নাম লিখিয়েছে ভোলা। ৭১ সালে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল যেমনি পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছিল, তেমনি ২৪ এ স্বৈরাচার উৎখাতে জীবন দিতে কার্পণ্য না করে বীরের ভূমি হিসেবে আত্মপ্রকাশ করেছে এই ভোলা। আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। প্রতিহিংসা বন্ধ করে এগিয়ে যেতে চাই। সমন্বয়ক আবু সাঈদ বলেন, যেই দলকে আমরা ফ্যাসিবাদের কারণে দেশ ছাড়া করেছি, ওই ফ্যাসিবাদী চরিত্রের উগ্রগোষ্ঠী আবার হাজির হয়েছে। আমরা এই দেশে আর ফ্যাসিবাদ কায়েম হতে দিবো না।
কেন্দ্রীয় নেতাদের এই কর্মসূচিতে লালমোহনের বৈষম্যবিরোধী আন্দোলনের আমিনুল ইসলাম বুলবুল, মহিবুল্লা মুন্না, মেহেরাব হোসেন অপিসহসহ ছাত্র ও সমন্বয়করা উপস্থিত ছিলেন।