3:57 pm , January 10, 2025
ভোলা প্রতিবেদক ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, দেশের যেসব সেক্টরে চাঁদাবাজী আর দালালী হয় সেইসব সেক্টরের বিরুদ্ধে আমাদের সক্রিয় হতে হবে। যারা জসিম ভাইসহ সবাইকে রক্তাক্ত করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ভোলা-বরিশাল সেতু, মেডিকেল বিশ্ববিদ্যালয় করার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, দাবীর বিষয়ে আপনাদের সাথে আমি নিজে স্ব-স্ব মন্ত্রণালয়ে যাবো।
গত শুক্রবার দুপুর ১২টায় শহরের প্রবেশদ্বার ইলিশ ফোয়ারার পাশে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় আরো বক্তব্য রাখেন, নাগরিক কমিটির মুখপাত্র সারমিন সামান্তা,সদস্য আরিফুর রহমান তুহিন,আব্দুল্লাহ আল মামুন ফয়সালসহ স্থানীয় সমন্বয়করা।
এর আগে সারজিস আলম ৪ আগস্ট পুলিশের গুলিতে নিহত জসিম উদ্দিন এর নবীপুর গ্রামের বাড়িতে যান। সেখানে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। পরে জসিমের কবর জিয়ারত শেষে মোনাজাত করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।