4:38 pm , January 9, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সাংস্কৃতিক অঙ্গনের অতি আপনজন মুকুল দাসের আজ ৭৬ তম জন্মদিন। একদিকে নাট্যাভিনেতা, সুরকার, সঙ্গীত ব্যক্তিত্ব, লেখক সহ একাধিক পরিচয়ের অধিকারী মুকুল দাস ১৯৪৯ সালের আজকের এই দিনে নগরীর দপ্তরখানা এলাকায় একটি সংস্কৃতিবান পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা স্বর্গীয় মনিন্দ্র কুমার দাস মাতা স্বর্গীয়া সরযূ দাস। ছয় ভাইবোনের মধ্যে মুকুল দাস সবার বড়। বরিশালের সংগীত ও সাহিত্য মজলিশে যে কজন ব্যক্তি আপন গুনে প্রতিভাসিত মুকুল দাস তাদের মধ্যে অন্যতম। বিশিষ্ট পরিবারে জন্ম মুকুল দাসের পরিবারটি সময় সাহিত্য-সঙ্গীত আড্ডায় বরিশালে দৃষ্টি আকর্ষণ করে।