গর্ভের সন্তান নষ্ট করায় স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা গর্ভের সন্তান নষ্ট করায় স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
গর্ভের সন্তান নষ্ট করায় স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

4:38 pm , January 9, 2025

নিজস্ব প্রতিবেদক ॥  যৌতুক দিতে অস্বীকার করায় নির্যাতন চালিয়ে স্ত্রীর গর্ভের সন্তান নষ্ট করায় স্বামী সহ ৪ জনের বিরুদ্ধে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিচারক মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন :  বন্দর থানার চরকাউয়া  গ্রামের কবির হোসেন হাওলাদার, হান্নান হাওলাদার, সোহেল হাওলাদার, মাকসুদা বেগম। একই গ্রামের তানজিয়া আক্তার মামলায় উল্লেখ করেন-২০২৩ সালের ৬  জানুয়ারি কবির হোসেন হাওলাদার এর সাথে বিয়ে হয়। বিয়ের সময় ৫ লাখ টাকা যৌতুক  দেওয়া হয়। বিয়ের কিছুদিন পর ১৫ লাখ টাকা যৌতুক দাবি করে। সুখের কথা চিন্তা করে ১০ লাখ টাকা দেওয়া হয়। কিছুদিন পর আরো দশ লাখ টাকা যৌতুক   দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে আসামিরা বাদিকে মারধর ও নির্যাতন চালায়। এতে বাদির গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে বৃহস্পতিবার মামলা করলে বিচারক আসামিদের বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ দেন বন্দর থানার ওসিকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT